বিজ্ঞাপন

মাউশির মহাপরিচালক অধ্যাপক মাহবুবুর রহমান মারা গেছেন

November 3, 2018 | 2:13 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি)  মহাপরিচালক অধ্যাপক মাহবুবুর রহমান আর নেই।

শুক্রবার(২ নভেম্বর) দিবাগত রাত ১২ টা ৪০ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার মৃত্যু হয়। মাহবুবুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার এপিএস জাকির হোসেন।

তিনি ফুসফুসের প্রদাহজনিত রোগে ভুগছিলেন। গত ২৪ সেপ্টেম্বর তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।মাহবুবুর রহমানের চিকিৎসার জন্য সারাদেশের শিক্ষা পরিবার ও প্রধানমন্ত্রীর তহবিল থেকে অর্থ সাহায্য দেওয়া হয়েছিলো।

বিজ্ঞাপন

এদিকে, মাহবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রী শোকবার্তায় বলেন, মরহুম মাহবুবুর রহমান একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। তার অভাব সহজে পূরণ হবার নয়। তার মৃত্যুতে শিক্ষা পরিবারের সবাই শোকাহত।

শিক্ষামন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সারাবাংলা/এমএস/এনএইচ

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন