বিজ্ঞাপন

সিরিজ থেকেই ছিটকে গেলেন স্টেইন!

January 7, 2018 | 12:16 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়ে আবারো মাঠ ছাড়তে হলো দক্ষিণ আফ্রিকার বোলার ডেল স্টেইনকে। এক বছরের ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও কেপটাউন টেস্টে ভারতের বিপক্ষের ম্যাচে বোলিংয়ে নেমে আবারো ইনজুরিতে পড়েন স্টেইন। ভারতের বিপক্ষে বাকি টেস্টগুলোও খেলা হবেনা তার।

গোড়ালিতে টিস্যু ক্ষতিগ্রস্ত হওয়ায় পায়ের ইনজুরি কাটিয়ে উঠতে সময় লাগবে চার থেকে ছয় সপ্তাহ। তবে স্টেইনের দ্রুত সেরে উঠার জন্য প্রয়োজন বিশ্রামের। ইনজুরি কাটিয়ে ভারতের বিপক্ষে বাকি টেস্ট ম্যাচ খেলতে না পারলেও মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে মাঠে নামবে স্টেইন। তবে এর আগে অবশ্য ভারতের বিপক্ষে স্বল্প ওভারের কয়েকটি ম্যাচ খেলতেও মাঠে নামতে পারেন এই পেসার।

চলতি টেস্ট ম্যাচের তৃতীয় দিনে তিনজন পেসার নিয়ে খেলতে হবে দক্ষিণ আফ্রিকা দলকে। ভারতের বিপক্ষে জয় পেতে ১০ উইকেট তুলতে ফিল্যান্ডার, কাগিসো রাবাদা আর মর্নে মরকেলের সাথে একজন স্পিনারও প্রয়োজন হবে দলটির।

বিজ্ঞাপন

টেস্টে পেসার হিসেবে ১৫৬ ইনিংসে ৪১৭ উইকেটের মালিক ডেল স্টেইন। ২৭ বছর বয়সী এক ইনিংসে নিয়েছেন সর্বোচ্চ ৭ উইকেট। ২০১৬ সালের শেষের দিকে (নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে কাঁধে চোট লাগায় মাঠে ছাড়তে স্টেইনকে। এক বছর পর মাঠে নেমে আবারো ইনজুরিতে পড়েন আফ্রিকান এই পেসার।

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন