বিজ্ঞাপন

রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা চান বি. চৌধুরী

November 6, 2018 | 1:21 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্টের শীর্ষ নেতা এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী)।

মঙ্গলবার (৬ নভেম্বর) সকালে রাষ্ট্রপতি বরাবর যুক্তফ্রন্টের পক্ষ থেকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে ৭ নভেম্বরের মধ্যে সময় নির্ধারণের জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানানো হয়েছে।

রাষ্ট্রপতির কাছে লেখা চিঠিতে বি. চৌধুরী বলেন, ‘যুক্তফ্রন্টের নেতৃবৃন্দ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে আগ্রহী।’

বিজ্ঞাপন

চিঠিতে তিনি আরও বলেন, ‘সংবিধান অনুসারে নির্বাচনের মূল পরিচালক নির্বাচন কমিশন। নির্বাচনকালীন নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির অধীনে ন্যস্ত। সেই হিসেবে নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ করার লক্ষ্যে আপনার মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করতে চাই। ’

এদিকে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ চেয়ে একইদিন চিঠি দিয়েছেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান।

বিজ্ঞাপন

ওই চিঠিতে ৯ নভেম্বর (শুক্রবার) ইসির সঙ্গে বসার আগ্রহ দেখিয়েছে বিকল্পধারা।

সারাবাংলা/এএইচএইচ/একে

আরও পড়ুন

ঐক্যফ্রন্টের কর্মসূচিতে সংলাপের পরিবেশ নষ্ট হবে না
মহাজোট থাকছে, সংলাপে আসন চায়নি জাপা
সংলাপে সমাধান দেখছে না বিএনপি, লক্ষ্য রাজপথ
সংলাপে বসতে প্রধানমন্ত্রীকে এবার বিকল্পধারার চিঠি
বিকল্পধারাও সরকারের সঙ্গে সংলাপ চায়
নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনের সিদ্ধান্ত নেবে না বিকল্পধারা

বিজ্ঞাপন

 

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন