বিজ্ঞাপন

দলে ফিরলেন বিজয়, সৌম্য-তাসকিন বাদ

January 7, 2018 | 6:12 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের দলে নেই সৌম্য সরকার, তাসকিন আহমেদ, লিটন দাস। দলে জায়গা করে নিয়েছেন ওপেনার এনামুল হক বিজয়, আবুল হাসান রাজু, সানজামুল ইসলাম এবং মোহাম্মদ মিঠুন।

ত্রিদেশীয় সিরিজ খেলতে ১০ জানুয়ারি জিম্বাবুয়ে দল বাংলাদেশে আসবে। ১৩ জানুয়ারি আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।

মিরপুরে ১৫ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে জিম্বাবুয়ে। এরপর ১৭, ১৯, ২১, ২৩, ২৫ জানুয়ারি হবে সিরিজের বাকি ম্যাচগুলো। ২৭ জানুয়ারি হবে ফাইনাল। সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ১২টায়।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকায় দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে চল্লিশের ঘরে পা রাখলেও বিপিএলে একদমই ভালো খেলেননি সৌম্য সরকার। গত বিপিএলে চিটাগং ভাইকিংসের আইকন সৌম্য ব্যাট হাতে বলার মতো কোনো উত্তরও দিতে পারেননি। তবে, সতীর্থ এনামুল হক বিজয় রানের মাঝেই ছিলেন, করেছেন ২০৬ রান। দারুণ ফর্মে থেকে ধারাবাহিক রান করেছেন রংপুর রাইডার্সে খেলা মোহাম্মদ মিঠুন। ইনফর্ম মিঠুন প্রস্তুতি ম্যাচেও ভালো করেছেন। গত বিপিএলে অলরাউন্ড পারফর্ম করেছেন সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেন।

এবারের সিরিজটি খেলা হবে স্লো উইকেটে। পেসার তাসকিনকে স্কোয়াডে রাখা হয়নি সাম্প্রতিক পারফর্ম বিবেচনায়। তবে, পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনকে সুযোগ দেওয়া হয়েছে। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বল ও ব্যাট হাতে নজর কেড়েছেন এই তরুণ। একই ক্যাটাগরিতে ভালো করেছেন সিলেট সিক্সার্সের আবুল হাসান রাজুও। প্র্যাকটিস ম্যাচে ১৯ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। এছাড়া বাঁহাতি স্পিনার হিসেবে সানজামুলই সাকিবের সঙ্গী।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবুল হাসান রাজু, সাইফউদ্দিন, সানজামুল ও মোহাম্মদ মিঠুন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি/এএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন