বিজ্ঞাপন

সিরিয়ায় যৌথ বাহিনীর হামলায় নিহত ১৭

January 7, 2018 | 9:03 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

সিরিয়ায় পূর্বাঞ্চলের ঘোউটা ছিটমহলে বিমান হামলায় চার শিশুসহ অন্তত ১৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া ৪০ জন আহত হয়েছে বলেও জানিয়েছেন উদ্ধারকারীরা।

রাশিয়ান বিমান বাহিনীর সহায়তায় সিরিয়ার সরকার ওই হামলা চালায়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক খবরে জানিয়েছে, শনিবার আসাদ বিরোধীদের নিয়ন্ত্রণে থাকা পূর্বাঞ্চলীয় ঘোউটা নামের ছিটমহলে বিমান হামলা করে যৌথবাহিনী। এসময় তারা অসংখ্য বোমাবর্ষণ করে। রোববার পর্যন্ত হামলা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

বিজ্ঞাপন

সিরিয়া যুদ্ধে আহতদের উদ্ধারের স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেট হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানায়, টানা নবম দিনের মতো রুশ-সিরিয়া যৌথভাবে হামলা চালাচ্ছে।

যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি’ জানায় রুশ-সিরিয়া যৌথ বাহিনী বেশ কয়েকটি আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়েছে।

রাশিয়ার প্রস্তাবের প্রেক্ষিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার-আল আসাদ গত নভেম্বরে ওই অঞ্চলে বিমান হামলার অনুমতি দেয়।

বিজ্ঞাপন

আরব বসন্তের পরে ওই অঞ্চলটির নিয়ন্ত্রণে নেয় সরকার বিরোধীরা। তবে ছিটমহলটি ২০১৩ সাল থেকেই অবরুদ্ধ করে রেখেছিল সিরিয়া। এ ছাড়া ওই এলাকায় যুদ্ধ চলাকালীন সময়ে ত্রাণ পৌঁছাতে বাধা প্রদানের অভিযোগ আছে আসাদ সরকারের বিরুদ্ধে।

গত ডিসেম্বরে আসাদ সরকার ৮০ জন সাধারণ নাগরিককে ওই এলাকা থেকে বের হবার সুযোগ দেয়।

সারাবাংলা/এনএস/এমআই

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন