বিজ্ঞাপন

নির্বাচন উৎসবে বিএনপি, নয়াপল্টনে মনোনয়ন প্রত্যাশীদের ভিড়

November 12, 2018 | 10:43 am

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: নির্বাচনে যাওয়ার ঘোষণায় রোববার থেকেই বিএনপির নেতাকর্মী, সমর্থকদের মধ্যে উদ্দীপনার সৃষ্টি হয়। সেই উৎসবের ঢেউ সোমবার (১২ নভেম্বর) আছড়ে পড়েছে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এবং এর আশপাশে।

সোমবার সকালে নয়াপল্টন বিএনপির কার্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে মনোনয়ন প্রত্যাশী দলীয় নেতাকর্মী, সমর্থক ও উৎসুক লোকজনের ভিড়। বিএনপির কয়েক হাজার কর্মী সমর্থক কার্যালয়ের সামনে দলীয় পতাকার রেপ্লিকা হাতে স্লোগান দিচ্ছেন।

এরমধ্যে সকাল ১০টা ৫ মিনিটে দলীয় কার্যালয়ে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া কর্মী-সমর্থকরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানায়।

বিজ্ঞাপন

এদিকে কার্যালয়মুখী নেতাকর্মী সমর্থকদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপির নিজস্ব নিরাপত্তাকর্মীরা। নয়াপল্টন কার্যালয়ের প্রধান ফটক আটকে দিয়ে কেবল মাত্র সিনিয়র নেতা আর মিডিয়া কর্মীদের ভেতরে ঢোকানোর চেষ্টা করছেন তারা।


তবে কার্যালয়ের সামনে আসা প্রত্যেকেই মনোনয়ন প্রত্যাশীর সমর্থক পরিচয় দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছেন। ফলে কার্যালয়ে ঢোকার মুখে জট দেখা দিয়েছে।

সোমবার থেকে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

বিজ্ঞাপন

এদিকে সম্ভাব্য পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা চেষ্টা করছেন, বিএনপির নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে। তারপরও নয়াপল্টন ও আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এ যানজট ছড়িয়ে পড়েছে ফকিরের পুল, আরামবাগ, কমলাপুর, কাকরাইল, বিজয়নগরসহ আশপাশের এলাকায়।

বিএনপি সমর্থক বেলাল হোসেন সারাবাংলাকে বলেন, ‘দীর্ঘ ১২ বছর পর নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত আমাদেরকে উদ্বেলিত করেছে। এই দিনটির অপেক্ষায় আমরা ছিলাম।’

বিএনপির নির্বাহী সদস্য রফিক সিকদার বলেন, ‘ভোট তো আমাদের কাছে উৎসবের বিষয়। আমরা এটাকে উৎসব হিসেবে নিয়েছি।’

সারাবাংলা/এজেড/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন