বিজ্ঞাপন

জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রির সময় বাড়ল

November 12, 2018 | 10:02 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রির সময়সীমা দুই দিন বাড়িয়েছে দশম সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। মঙ্গলবার (১৩ নভেম্বর) পর্যন্ত এই ফরম বিক্রি কার্যক্রম চলার কথা থাকলেও আগামী বৃহস্পতিবার (১৫ নভেম্বর) পর্যন্ত এই ফরম বিক্রি করবে দলটি।

জাতীয় পার্টির একাধিক সূত্র জানিয়েছে, ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ১১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দলের মনোনয়ন ফরম বিক্রির সিদ্ধান্ত জানায় জাতীয় পার্টি। পরে আজ সোমবার (১২ নভেম্বর) নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করে ভোটগ্রহণ এক সপ্তাহ ও কমিশনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ৯ দিন পিছিয়ে দেওয়া হলে জাতীয় পার্টি মনোনয়ন ফরম বিক্রির সময় দুই দিন বাড়িয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১১, ১২ ও ১৩ নভেম্বরের পাশাশি ১৪ ও ১৫ নভেম্বরও জাতীয় পার্টির বনানী কার্যালয় থেকে ব্তিরণ করা হবে মনোনয়ন ফরম। এরপর আগামী ১৬ নভেম্বর দলীয় চেয়ারম্যানের বনানী কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতকার নেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/টিআর

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন