বিজ্ঞাপন

বার্সার নাম্বার ‘টেন’ একজনই: কুতিনহো

January 8, 2018 | 3:52 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

অনেক জল্পনা শেষে বার্সেলোনায় যোগ দিয়েছেন ব্রাজিলের তারকা ফিলিপ কুতিনহো। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, বার্সার আর্জেন্টাইন আইকন লিওনেল মেসি নিজেদের ক্লাবে চায়নি কুতিনহোকে। তবে, উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ আর ক্লাবের কোচ আরনেস্টো ভালভারদের চাওয়াতেই অবশেষে স্প্যানিশ জায়ান্টরা ব্রাজিল তারকাকে লিভারপুল থেকে কিনে নিয়েছে।

নতুন ক্লাবে থিতু হতে কুতিনহোকে সাহায্য করছেন সুয়ারেজ। কারণটাও স্বাভাবিক, লিভারপুলে কুতিনহোর সঙ্গে প্রায় দুই মৌসুম খেলেছেন সুয়ারেজ। বার্সায় মেসি-সুয়ারেজের বাড়ির পাশেই পরিবার নিয়ে থাকার মতো বাড়ি পেয়েছেন কুতিনহো। সেটাও কিন্তু সুয়ারেজই খুঁজে দিয়েছেন।

লিভারপুলে কুতিনহোর জার্সি নাম্বার ছিল ‘টেন’। নতুন ক্লাবে যোগ দিয়ে কুতিনহো ক্লাবের ‘সাত’ নাম্বার জার্সি পেতে পারেন। যেটা এতোদিন আরদা তুরানের গায়ে ছিল। কাতালানদের নাম্বার ‘টেন’ তো নিজের সম্পদ বানিয়ে রেখেছেন মেসি। নাম্বার ‘টেন’ নিয়ে কুতিনহোর কি ভাবনা, তিনি কি এই জার্সি চান? এমন প্রশ্নে ব্রাজিল তারকা জানান, ‘না! না! না! বার্সেলোনায় নাম্বার টেন একজনই (লিওনেল মেসি)। সে বিশ্বের সেরা, সর্বকালের সেরা নাম্বার টেন।’

বিজ্ঞাপন

মেসিকে আদর্শ মেনে কুতিনহো আরও যোগ করেন, ‘এখানে তাদের সঙ্গে খেলার স্বপ্ন দেখেছি, যাদের আমি আদর্শ মানি। স্বপ্ন পূরণে এখন আমি আমার আদর্শ খেলোয়াড়দের সঙ্গে খেলব। মেসি সেই সব খেলোয়াড়দের মধ্যে একজন, যে অনেক ইতিহাস গড়েছে। এছাড়া, লুইস সুয়ারেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, পিকে, বুসকেটসদের অংশ হতে পেরে আমি খুশী। তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, একসঙ্গে অনেক কিছু জেতার সুযোগ আছে। এই সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত।’

বার্সার টুইটার পেজে পোস্ট করা সংক্ষিপ্ত ভিডিওতে কুতিনহো বলেন, ‘হাই বার্সা সমর্থকেরা, আমি চলে এসেছি। সব সময়ই বলে এসেছি, এটা ছিল আমার লালন করা স্বপ্ন। অবশেষে সেই স্বপ্ন পূরণ করতে এখানে চলে এলাম। আমি চাই এই ক্লাবের হয়ে খেলতে, অসংখ্য শিরোপা জিততে, সমর্থকদের খুশি করতে আর সব সময়ই আনন্দ নিয়ে খেলতে।’

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন