বিজ্ঞাপন

এক মাস দিবালাহীন জুভেন্টাস

January 8, 2018 | 4:36 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ইতালিয়ান লিগ সিরি আ’তে কাগলিয়ারির বিপক্ষে জয়ের ম্যাচে চোট পান জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। প্রথম দিকে তার চোট কতটা গুরুতর সেটি বোঝা না গেলেও ইতালিয়ান সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, কমপক্ষে এক মাস মাঠের বাইরে থাকতে হবে দিবালাকে।

ইতালিয়ান চ্যাম্পিয়নদের পক্ষ থেকে বলা হয়েছে আর্জেন্টাইন তারকা দিবালার ডান পায়ের পেশীতে হালকা ইনজুরি দেখা দিয়েছে। এখনও নিশ্চিত না কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে। তবে স্থানীয় গণমাধ্যমের দাবী ৩০ থেকে ৪০ দিন দিবালাকে বিশ্রামে থাকতে হবে।

ইতালির শীর্ষ লিগে গত শনিবার রাতে ম্যাচের ৭৪তম মিনিটে একমাত্র গোলটি করেন জুভিদের ইতালিয়ান উইঙ্গার ফেদেরিকো বের্নাদেসচি। দ্বিতীয়ার্ধের শুরুতে চোট পেয়ে মাঠ ছাড়েন দিবালা। ম্যাচটিতে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন দলটির মিডফিল্ডার সামি খেদিরা।

বিজ্ঞাপন

আগামী ১৩ ফেব্রুয়ারি ঘরের মাঠ আলিয়াঁজ স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে টটেনহ্যামকে আতিথ্য দেবে জুভেন্টাস।

সিরি আ লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা জুভেন্টাসের পয়েন্ট ২০ ম্যাচে ৫০। সমান ম্যাচে নাপোলি ১ পয়েন্ট বেশি নিয়ে আছে শীর্ষে। ২০ ম্যাচ খেলে তিনে আছে এসি মিলান, তাদের পয়েন্ট ৪২।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন