বিজ্ঞাপন

মীর মোশাররফ হোসেনের সিন্দুক চুরি

January 8, 2018 | 7:39 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

চুরি হয়ে গিয়েছে বিখ্যাত উপন্যাস ‘বিষাদ সিন্ধু’র রচয়িতা অমর কথাসাহিত্যিক মীর মোশারফ হোসেনের সিন্দুকটি। রবিবার রাতে কুষ্টিয়ার লাহেনীপাড়ার মীর মোশাররফ হোসেন স্মৃতি জাদুঘর থেকে সিন্দুকটি চুরি হয়।

জাদুঘরের দায়িত্বরত কেয়ারটেকার মীর মাহাবুব উল আরিফ জানান, ‘তালা ভেঙে রোববার রাতে কে বা কারা পুরাতন সেই সিন্দুকটি নিয়ে যায়। সিন্দুকটিকে দানবাক্স হিসেবে ব্যবহার করা হতো। জেলা পরিষদ প্রতিবছর এটি খুলতো। সেখানে লাখ লাখ টাকা দান করতো দর্শণার্থীরা।’

এরআগে কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি থেকে তলোয়ার চুরি হয়ে যায়।

বিজ্ঞাপন

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুজ্জামান জানান, ‘ রাতে কোনও একসময় সিন্দুকটি জাদুঘরের ভেতর থেকে চুরি হয়। সকালে বিষয়টি জানতে পেরে কুমারখালী থানায় জানানো হয়েছে। সেই সাথে জাদুঘরের কেয়ারটেকারকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

সারাবাংলা/এনএস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন