বিজ্ঞাপন

আবারো লঙ্কানদের অধিনায়ক ম্যাথিউজ

January 9, 2018 | 12:46 pm

স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

ছয় মাস পর আবারো শ্রীলঙ্কার অধিনায়ক হচ্ছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজে তার অধীনেই খেলবে লঙ্কানরা। অধিনায়ক থেকে পদত্যাগপত্র জমা দেওয়া ম্যাথিউজ নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাওয়াতেই আবারো দলপতির দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন। টি-টোয়েন্টি আর ওয়ানডের দায়িত্ব পেয়েছেন লঙ্কান এই সিনিয়র অলরাউন্ডার।

আবারো লঙ্কানদের দায়িত্ব নিতে চলা ম্যাথিউজ জানান, ‘আমি যখন দায়িত্ব ছেড়েছিলাম, তখন কিন্তু ভাবিনি আবারো জাতীয় দলের সীমিত ওভারের দায়িত্ব নেব। ভারত সফর থেকে ফেরার পর বোর্ড প্রেসিডেন্ট আমার সঙ্গে কথা বলেছেন। নতুন কোচ হাথুরুসিংহে আমাকে দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার জন্য বলেছেন। নির্বাচকরা আমাকে একই কথা বলেছেন। তাদের চাওয়াতেই আমি আবারো এই দায়িত্ব নিতে চলেছি।’

ম্যাথিউজ আরও জানান, ‘আমি খুব দ্রুত এই সিদ্ধান্ত নিতে পারিনি। আমাকে ভাবতে হয়েছে। কিছু কারণে আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো। বিশ্বকাপের আগে দলকে ঠিক করে গুছিয়ে তুলতে হবে। ইনজুরির কারণে গত কয়েক মাসে আমাদের অনেকেই অধিনায়কের দায়িত্ব পেয়েছিল। তারা ভালো করেছে, কিন্তু ফল নিজেদের করে নিতে পারেনি। বিশ্বকাপের আগে আমি তাদের সঙ্গে নিয়ে আরও ভালো করার চেষ্টা করে যাব।’

বিজ্ঞাপন

বাংলাদেশের সাবেক কোচ হাথুরুসিংহে এবার তামিম-সাকিব-মাশরাফি-মুশফিকদের বড় প্রতিদ্বন্দ্বী। নিজ দেশ শ্রীলঙ্কাকে নতুন করে তুলে আনার মিশনে তিনি। সেটা জানেন ম্যাথিউজও, ‘আমি খুব ভালো করেই হাথুরুসিংহকে চিনি ও জানি। আমি জানি তিনি কি করে দলকে এগিয়ে নিতে পারেন। তিনি শুধু দলকে বাঁচিয়ে রাখতেই আসেননি। তার সঙ্গে কাজ করা আমাদের জন্য সহজ হবে।’

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন