বিজ্ঞাপন

সংসদ নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে: ইইউ

November 25, 2018 | 8:39 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোনো ধরনের সহিংসতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা নেই বলে এবারের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

রোববার (২৫ নভেম্বর) ঢাকা সফররত ইইউ’র সংসদীয় কমিটির একটি প্রতিনিধি দল গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন। তারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইইউ কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না। তবে নির্বাচনের খোঁজ-খবর রাখতে এবং সরেজমিন দেখতে বৈশ্বিক এই সংস্থার একটি ছোট দল নির্বাচনকালীন সময়ে বাংলাদেশে অবস্থান করবে।

তাদের পক্ষ থেকে আরও বলা হয়, ‘বাংলাদেশ আর্থ-সামাজিক খাতে যে উন্নয়ন করেছে এবং বাংলাদেশ যে একটি ইতিবাচক রাষ্ট্র তা বিশ্বের কাছে উপস্থাপন করা জরুরি। এতে বাংলাদেশ নিয়ে বিশ্বের কাছে যে নেতিবাচক ভাবমূর্তি রয়েছে তা কেটে যাবে।’

বিজ্ঞাপন

এদিকে, ইইউ’র সংসদীয় কমিটির ৭ সদস্যের একটি দল গত শনিবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সফরে আসেন। সফরে এসেই শনিবার রাতে (২৪ নভেম্বর) ইইউ’র দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। ওই দলটিই রোববার (২৫ নভেম্বর) বিকেলে গণমাধ্যমের সিনিয়র কর্মীদের নির্বাচন নিয়ে ইইউ’র অবস্থান ব্যাখ্যা করেন।

ইইউ’র প্রতিনিধি দলের সদস্য এবং যুক্তরাজ্যের সংসদ সদস্য রুপার্ট ম্যাথুস বলেন, ‘ইইউ বিশ্বাস করে যে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হবে। এ জন্য ইইউ নির্বাচনে কোনো পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না। সাধারণত ইইউ থেকে সেসব দেশেই নির্বাচনী পর্যবেক্ষক পাঠানো হয়, যেখানে নির্বাচন নিয়ে সহিংসতামূলক কর্মকাণ্ড, ভোট কারচুপিসহ বিভিন্ন নেতিবাচক আশঙ্কা থাকে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন নিয়ে বাংলাদেশের বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে আমরা আলাপ করে জেনেছি যে বাংলাদেশ ভালো নির্বাচন অনুষ্ঠানের জন্য সক্ষমতা অর্জন করেছে। সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা-কর্মচারিসহ সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আমরা আশ্বস্ত হয়েছি যে আসন্ন নির্বাচনে কোনো সহিংসতামূলক কর্মকাণ্ড ঘটবে না, সামনের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হবে। সবার সঙ্গে আলাপ করেই আমরা এমন সিদ্ধান্তে পৌঁছেছি।’

বিজ্ঞাপন

রুপার্ট ম্যাথুস আরও বলেন, ‘বাংলাদেশ খুবই চমৎকার একটি দেশ। দেশটি এখন শিল্পায়নের পথে প্রবেশ করছে। বিগত কয়েক কছরে বাংলাদেশ আর্থ-সামাজিক খাতে উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন করেছে। বিশ্বের কাছে বাংলাদেশের এই ইতিবাচক উন্নয়ন তুলে ধরা জরুরি। এতে করে বিশ্বে বাংলাদেশ নিয়ে যে নেতিবাচক প্রচারণা রয়েছে তা কেটে যাবে।’

ইইউ’র সংসদীয় কমিটির ৭ সদস্যের প্রতিনিধি দলটি হচ্ছে- যুক্তরাজ্যের এমপি রুপার্ট ম্যাথুস ও মাদি শর্মা, ইতালির এমপি ফ্লুভিও মাটুসিলি ও আলবার্ট সিলিও, পর্তুগালের এমপি জোয়াও পেদ্রো গোমেস পেরেইরা, সান্দ্রা ক্রিস্টিনা ডি সিকুইরাস পেরেইরা ও সান্দ্রা গুদ্রো এবং ফ্রান্সের লরা ডি সিলভা।

সারাবাংলা/জেআইএল/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন