বিজ্ঞাপন

বুধবার আসছে না জিম্বাবুয়ে

January 9, 2018 | 4:58 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে বুধবার (১০ জানুয়ারি) ঢাকায় পা রাখার কথা ছিল জিম্বাবুয়ে ক্রিকেট দলের। বিসিবির পাঠানো ত্রিদেশীয় সিরিজের সূচিতে এমনটাই ছিল। কিন্তু সফরকারী দলটি নিজেদের পরিকল্পনায় সামান্য পরিবর্তন এনেছে। বুধবার ঢাকায় আসছে না তারা। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নিতে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে।

ঢাকায় পৌঁছে ১২ জানুয়ারি মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুশীলনের পরদিন বিকেএসপির ৪ নম্বর মাঠে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে গ্রায়েম ক্রেমার ও তার দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, বুধবারের পরিবর্তে জিম্বাবুয়ে দল ঢাকায় আসছে বৃহস্পতিবার। রাত ১১টায় বাংলাদেশে এসে পৌঁছার কথা হ্যামিল্টন মাসাকাদজা, ব্রেন্ডন টেলরদের।

বিজ্ঞাপন

সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ান ক্রিকেট বোর্ড।

জিম্বাবুয়ে স্কোয়াড: হ্যামিল্টন মাসাকাদজা, সোলোমন মির, ক্রেইগ এভরিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), টেন্ডাই চিসোরো, ব্লেজিং মুজারাবানি, ক্রিস্টোফার পোফু, টেন্ডাই চাতারা, কাইল জারভিস, ব্র্যান্ডন মাভুতা ও রায়ান মারে।

এক নজরে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের সূচি:

বিজ্ঞাপন

১৫ জানুয়ারি – বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে
১৭ জানুয়ারি – শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে
১৯ জানুয়ারি – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
২১ জানুয়ারি -–শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে
২৩ জানুয়ারি – বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে
২৫ জানুয়ারি – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
২৭ জানুয়ারি – ফাইনাল

সবগুলোই ম্যাচই দিবারাত্রির। শুরু দুপুর ১২টায়, ভেন্যু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন