বিজ্ঞাপন

ধানের শীষের জোয়ার ঠেকানোর শক্তি সরকারের নেই : মওদুদ

November 26, 2018 | 8:21 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

নোয়াখালী: যত কলাকৌশলই অবলম্বন করা হোক না কেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের জোয়ার ঠেকানোর শক্তি বর্তমান সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

সোমবার (২৬ নভেম্বর) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জে দলীয় নেতা-কর্মীদের নিয়ে মিছিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, ‘আজকে প্রায় পাঁচ বছর পর আমি একটি সুযোগ পেয়েছি, নির্বাচনের কারণে জনগণের সম্মুখে হাজির হয়েছি। পাঁচ বছর ছিল একটি বেদনাদায়ক অধ্যায়। দেশের জাতীয় রাজনীতি এবং নোয়াখালীর। বিশেষ করে নোয়াখালী-৫ নির্বাচনি এলাকার জন্য এটা ছিল কালো অধ্যায়। একটা দুঃসহ জীবন যাপন করেছে এ এলাকার মানুষ।’

বিজ্ঞাপন

শুধু বিরোধী দল নয়, সর্বস্তরের মানুষের উপর নির্মম অত্যাচার এবং নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেন ব্যারিস্টার মওদুদ। তিনি বলেন, ‘এখানে আমার হাজার হাজার কর্মীরা, এমন কেউ নেই যার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয় নাই, যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় নাই, যার বাড়িতে পুলিশ হানা দেয় নাই। এটা শুধুমাত্র সরকারের মদদে হয়েছে। এক সময় এ নির্বাচনী এলাকা অত্যন্ত সুনামের এলাকা ছিল। এখানে রাজনৈতিক চর্চা এবং সংস্কৃতির একটা মাত্রা ছিল। গত পাঁচ বছরে সেটা চূর্ণ-বিচূর্র্ণ করে দেওয়া হয়েছে। নির্বাচন আসন্ন, আমার অনেক কিছু বলার আছে। তবে এখন শুধু এইটুকু বলবো, এই আসনে আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনের কাজ সম্পন্ন করবো। আজ সকল স্তরের মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা দেখলাম, তাতে আমার বদ্ধমূল ধারণা হয়েছে, আগামী নির্বাচনে এই এলাকাবাসী তাদের উপর যে অত্যাচার-নির্যাতন, তাদের সন্তানদের উপর, বিষয়-সম্পত্তির উপর, তাদের চাকুরীর উপর, তার প্রতিউত্তর এ এলাকার মানুষ আগামী নির্বাচনে দেবে।’

ধানের শীষের জোয়ারকে অব্যাহত রাখতেও স্থানীয়দের প্রতি অনুরোধ জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুল হাই সেলিম, পৌর বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের সভাপতি শওকত হোসেন সগির সহ দলের বিভিন্ন অংগসংগঠনের নেতা-কর্মী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন