বিজ্ঞাপন

এখন পর্যন্ত শরিকদের ১৩টি আসন ছেড়েছে আওয়ামী লীগ

November 27, 2018 | 12:35 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: ক্ষমতাসীন কেন্দ্রীয় ১৪ দলের শরিকদের এখন পর্যন্ত ১৩টি আসন ছাড় দিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৭ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সূত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সূত্র জানিয়েছে, ১৪ দল থেকে এখন পর্যন্ত ১৩টি আসন ছাড় দেওয়া হয়েছে। অাসন গুলোর মধ্যে (জাসদ) ইনু পেয়েছেন ৩টি, (জাসদ) আম্বিয়া ও বাদল-২টি, ওয়ার্কার্স পার্টি-৫টি, জেপি মঞ্জু-১টি,তরিকত ফেডারেশন-২টি , যার মধ্যে একটি লক্ষীপুর-১িআসন ( আনোয়ার খান) ও  অন্যটি চট্টগ্রাম -২ আসন (সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি)।

বিজ্ঞাপন

এ ছাড়া (জাসদ) আম্বিয়া অংশে নৌকা প্রতীকে জোট প্রাথী মাইনুদ্দিন খান বাদল টেলিফোনে নিশ্চিত করেছেন তার দল থেকে শুধু তিনিই সবুজ সংকেত পেয়েছেন। চট্টগ্রাম-৮ আসনে মাইনুদ্দিন খান বাদলের পক্ষে তার স্ত্রী সেলিনা খান মনোনয়ন চিঠি সংগ্রহ করেন।

এদিকে মঙ্গলবার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে নড়াইল-১ আসনের মনোনয়নের চিঠি নেন শরীফ নুরুল আম্বিয়া। তিনি আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার কাছ থেকে চিঠি নিয়েছেন।

জানা গেছে ১০ম সংসদের নির্বাচিত প্রাথী থেকে এ ১১ জনকে ১৪ দলীয় শরিক হিসেবে জোট প্রাথী হিসেব গ্রিন সিগনাল দেওয়া হয়েছে। তবে এ নিয়ে আওয়ামী লীগের ওপর মহাজোট শরিক জাপার মত চাপ নেই ১৪ দলীয় শরিকদের।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এমআই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন