বিজ্ঞাপন

কক্সবাজারে মালয়েশিয়াগামী ১০ রোহিঙ্গা উদ্ধার, পাচারকারী আটক

November 30, 2018 | 10:30 am

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

কক্সবাজার: মালয়েশিয়া পাচারের সময় কক্সবাজারের টেকনাফ শাহ্ পরীর দ্বীপ থেকে ১০ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে র‌্যাব। এসময় আটক করা হয় আব্দুর রহমান নামে এক মানব পাচারকারিকেও।

শুক্রবার (৩০ নভেম্বর) টেকনাফের শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া ঘাট উপকূলে একটি মাছ ধরার ট্রলার থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মুঠোফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেন কক্সবাজার র‌্যাব-৭ এর ক্যাম্প কোম্পানী কমান্ডার মেজর মেহেদী হাসান।

বিজ্ঞাপন

তিনি জানান, সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারকালে ১০ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়। আর আটক করা হয় শাহ্ পরীর দ্বীপের আব্দুর রহমান নামে এক পাচারকারিকে।

পাচারকালে উদ্ধার হওয়া রোহিঙ্গরা হলেন, মো. জিয়া, রশিদ ইল্লাহ, নুর আলম, মো. জাবের, মো. মোকাদেছা, জান্নাত আরা, সেতেরা, জোলেখা, রোজিনা, সলিকা। তারা সকলেই উখিয়া কতুপালং, জাদিমুরা, মৌচনী ও টেকনাফের রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।

সারাবাংলা/ওএফএইচ/জেএএম

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন