বিজ্ঞাপন

চট্টগ্রাম বন্দরে কনটেইনার ওঠানামায় রেকর্ড

December 1, 2018 | 7:11 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ব্যুরো: এক মাসে দুই লাখ ৬৫ হাজার ১৬৫ টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের মাধ্যমে রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নভেম্বর মাসে এই সর্বোচ্চ সংখ্যক কনটেইনার ওঠানামা হয়েছে চট্টগ্রাম বন্দরে।

২০ ফুট দৈর্ঘ্যের প্রতিটি কন্টেইনারকে এক টিইইউ হিসেবে পরিমাপ করা হয়। টিইইউ অর্থ টোয়েন্টি ফিট ইক্যুভেলেন্ট ইউনিট।

কনটেইনার ওঠানামার জন্য যন্ত্রপাতির বহরে বেশকিছু অত্যাধুনিক নতুন যন্ত্রাংশ সংযোজন করায় এই হার বেড়েছে বলে মনে করছেন চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক সারাবাংলাকে জানান, গত জুলাই মাসে দুই লাখ ৫৯ হাজার ২১০ টিইইউ কনটেইনার ওঠানামার রেকর্ড ছিল। নভেম্বর মাসে আমদানি-রফতানি মিলিয়ে দুই লাখ ৬৫ হাজার ১৬৫টিইইউ কনটেইনার ওঠানামা হয়েছে।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দর যে ৬টি নতুন গ্যান্ট্রি ক্রেন কিনেছে সেগুলো কাজ শুরু করেছে। এতে কনটেইনার ওঠানামাও বেড়েছে। কনটেইনার ওঠানামা দ্রুত হওয়ায় জাহাজের গড় অবস্থানকালও কমেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এসএমএন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন