বিজ্ঞাপন

সম্পাদক আবদুস সালাম স্মারক বৃত্তি পেলেন ঢাবি’র ৫ শিক্ষার্থী

December 2, 2018 | 9:16 pm

।। ঢাবি করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভাল ফলাফল অর্জনকারী পাঁচ শিক্ষার্থী ‘সম্পাদক আবদুস সালাম ট্রাস্ট ফান্ড’ বৃত্তি পেয়েছেন।

রোববার (২ ডিসেম্বর) দুপুরে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

সম্পাদক আবদুস সালাম স্মারক ট্রাস্ট ফান্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মনির উদ্দিন, দীপক চন্দ্র রায়, মো. রায়হান কবির, মো. মাহবুবুর রহমান ও মো. চুন্নু খান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সাংবাদিকতায় অসামান্য অবদান রাখায় বাংলাদেশের প্রথম নারী ফটো সাংবাদিক সাইদা খানমকে অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এছাড়া “Crumbling Creditability of Our Media: How to Restore?” শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন অধ্যাপক কাজী আব্দুল মান্নান।


বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিভাগীয় চেয়ারপাসন অধ্যাপক ড. কাবেরী গায়েন। সঞ্চালনা করেন অধ্যাপক রোবায়েত ফেরদৌস। সাইদা খানমের জীবনালেখ্য পাঠ করেন সহকারী অধ্যাপক শবনম আযীম। ট্রাস্ট ফান্ড দাতা পরিবারের কয়েকজন সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘অধ্যাপক কাজী আব্দুল মান্নানের প্রবন্ধটি খুবই সময়োপযোগী। অনেক প্রতিকূলতা মোকাবিলা করে সাইদা খানমকে তার পেশাদারিত্ব রক্ষা করতে হয়েছে। পেশাগত জীবনে বর্তমান প্রজন্মকে গুণী সাংবাদিকদের আদর্শ অনুসরণ করতে হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/কেকে/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন