বিজ্ঞাপন

ট্রিপল পাওয়া হলো না মুমিনুলের

January 10, 2018 | 1:57 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

১৬৯ রান নিয়ে শেষ করেছিলেন প্রথম দিন। প্রথম শ্রেণীর ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরিটা হাতছানি দিচ্ছিল। আজ তো সেটি পেয়ে গেছেনই, ট্রিপল সেঞ্চুরিও উঁকি দিচ্ছিল দিগন্তে। শেষ পর্যন্ত তা আর পাওয়া হয়নি, ইসলামি ব্যাঙ্ক ইস্ট জোনের হয়ে ২৫৮ রানেই থেমে গেছেন মুমিনুল হক।

বিসিএলে প্রাইম ব্যাঙ্ক সাউথ জোনের বিপক্ষে মুমিনুল হককে ডাবল সেঞ্চুরির জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি। রাজশাহী কিংসের সতীর্থ জাকির হাসানকে নিয়ে দিনের শুরুটাই হলো ঝলমলে। প্রথম সেশন থেকেই দ্রুত রান তুলতে শুরু করলেন দুজন, ঘন্টাখানেকের মধ্যে দুজন যোগ করে ফেললেন ৬০ রান। মুমিনুল শেষ পর্যন্ত ডাবল সেঞ্চুরি পেয়ে গেছেন ২৫৫ বলে, ১৯টি চারের সঙ্গে ছিল দুইটি ছয়ও। ওপাশে জাকিরও সেঞ্চুরি পেয়ে গেছেন খানিক পরেই, ১৫২ বলের ইনিংসে পাঁচটি চারের সাথে ছিল তিনটি ছয়। লাঞ্চের আগেই জাকিরের আউটে ভেঙে গেছে দুজনের ২৩০ রানের জুটি। ৪৬০ রানে ইস্ট জোন হারিয়েছে ষষ্ঠ উইকেট।

এরপর অন্য পাশে মুমিনুলকে একের পর এক সঙ্গীদের আসা যাওয়া দেখতে হয়েছে। তবে নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংসও টপকে গেছেন। দুই বছর আগে চট্টগ্রাম বিভাগের হয়ে জাতীয় লিগে খেলেছিলেন ২৩৯ রানের ইনিংস, মুমিনুল সেটি ছাড়িয়ে ২৫০ করে ফেলেছেন ৩৩০ বলে। ইস্ট জোন ততক্ষণে অবশ্য হারিয়ে ফেলেছে ৮ উইকেট।

বিজ্ঞাপন

টেল এন্ডারদের নিয়ে যখন মুমিনুল ট্রিপলের আরেকটু কাছে যাচ্ছিলেন, তখনই হলো স্বপ্নভঙ্গ। আবদূর রাজ্জাকের বলে এলবিডব্লু হয়ে ফিরে গেলেন ২৫৮ রানে। ৫৪৬ রানেই অলআউট হয়ে গেল ইস্ট জোন, সাউথ জোনের হয়ে রাজ্জাক নিয়েছেন ছয় উইকেট। তিনটি উইকেট নিয়েছেন সাকলাইন সজীব।

সারাবাংলা/এএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন