বিজ্ঞাপন

হিজবুল্লাহ’র সুড়ঙ্গ ধ্বংস করতে ইসরাইলের সামরিক অভিযান

December 4, 2018 | 6:01 pm

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

জঙ্গি ও সশস্ত্র রাজনৈতিক দল ‘হিজবুল্লাহর খনন করা সুড়ঙ্গ’ ধ্বংস করতে অভিযান চালু করেছে ইসরাইলের সামরিক বাহিনী। ইসরাইল অভিযোগ করেছে, লেবানন ও ইসরাইলের মধ্যে সুড়ঙ্গ করেছে দলটি। খবর আল জাজিরার।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) টুইটারে অভিযানটি শুরু করার ঘোষণা দিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। তারা জানিয়েছে, তাদের অভিযান ইসরাইলের সীমান্তের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র ল্যাফটেনান্ট কর্নেল জোনাথান কনরিকাস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এই অভিযান ইসরাইলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। লেবানন পর্যন্ত পৌঁছাবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদের চোখে হিজবুল্লাহর কার্যক্রম ইসরাইলের কর্তৃত্বের নিদারুণ ও স্পষ্ট লঙ্ঘন।

এক টুইটে ইসরাইলের সামরিক বাহিনীর অপর এক মুখপাত্র আভিচায় আদ্রায়ি বলেন, লেবানন সরকার এসব সুড়ঙ্গ নির্মাণের জন্য দায়ী। এতে লেবাননের নাগরিকদের জীবন ঝুঁকির মুখে পড়ছে।

এদিকে, এ বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি হিজবুল্লাহ। তবে লেবাননের অনলাইন নিউজ পোর্টাল তায়ার জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী লেবাননের দক্ষিণ সীমান্তে অবস্থিত কেফারকেলা ও আদায়িসসেহ অন্যান্য গ্রামের বিপরীতে অবস্থিত এলাকায় খনন শুরু করেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ আরএ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন