বিজ্ঞাপন

বগুড়ায় শেষ দিনে ইস্ট জোনের দরকার ২৫৫ রান

December 7, 2018 | 7:23 pm

স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে সেন্ট্রাল জোন এবং ইস্ট জোন। তৃতীয় দিন শেষে ২৫৫ রানে পিছিয়ে আছে ইস্ট জোন। অপরাজিত থেকে শেষ দিনের উইকেটে নামবেন মাহমুদুল হাসান (২৩) ও মোহাম্মদ আশরাফুল (২৪)।

আগের দিনে পিনাক ঘোষ এবং আবদুল মজিদের ফিফটিতে ভর করে ২ উইকেটে ১৩৯ রান তুলে শুক্রবার (৭ ডিসেম্বর) ব্যাটিংয়ে নামে সেন্ট্রাল জোন। তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে পিনাক ঘোষ (৫৩) ও আবুদল মজিদ (৬৭) রানে আউট হলেও মার্শাল আইয়ুব (৭০), তাইবুর রহমান (৫৯) ও শহিদুল ইসলামের (৫০*) ব্যাটে ভর করে ৩৯৩ রান তোলে সেন্ট্রাল জোন।

সেন্ট্রাল জোনের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন মোহাম্মদ আশরাফুল। হাসান মাহমুদ নেন ৩টি উইকেট। এছাড়াও আবু জায়েদ রাহী ও ফরহাদ রেজা ১টি করে উইকেট নেন।

বিজ্ঞাপন

জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ২ উইকেটে ৭১ রান তোলে ইস্ট জোন। শনিবার (৮ ডিসেম্বর) শেষ দিনে জয়ের জন্য ইস্ট জোনের দরকার ২৫৫ রান, আর সেন্ট্রাল জোনের দরকার ৮ উইকেট।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ১১৮ রান তোলে সেন্ট্রাল জোন। জবাবে প্রথম ইনিংসে ১৮৬ রান তোলে ইস্ট জোন।

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন