বিজ্ঞাপন

ইনুসহ জাসদের ৩ প্রার্থীর তালিকা ইসিতে

December 9, 2018 | 6:51 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুসহ দলটির তিন প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সংরক্ষিত নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রোববার (৯ ডিসেম্বর) দুপুরে এ সম্পর্কিত ইনুর সই করা চিঠিটি আগারগাঁওস্থ নির্বাচন ভবনে জমা দেন দলের সহ-দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন।

জাসদের যে তিন প্রার্থী নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তারা হলেন— কুষ্টিয়া-২ আসনে হাসানুল হক ইনু, ফেনী-১ আসনে শিরীন আখতার ও বগুড়া-৪ আসনে এ কে এম রেজাউল করিম তানসেন।

বিজ্ঞাপন

ইসি সচিব বরাবর লেখা চিঠিতে ১৪ দলীয় নির্বাচনি জোটের শরিক দল হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও ১৪ দলীয় নির্বাচনি জোট মনোনীত অভিন্ন প্রার্থীদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সংরক্ষিত নির্বাচনি প্রতীক নৌকা জাসদের উল্লিখিত নেতাদের বরাদ্দ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

এছাড়া অন্য এক চিঠিতে ৩৭ প্রার্থীর নামের তালিকা দিয়ে তাদের প্রার্থিতা প্রত্যাহারের জন্যও কমিশনকে অনুরোধ জানিয়েছে জাসদ।

সারাবাংলা/জিএস/টিআর

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন