বিজ্ঞাপন

ধানের শীষের প্রার্থীকে লড়তে হচ্ছে আপেল প্রতীকে

December 10, 2018 | 9:09 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

কক্সবাজার : কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিতে ২০ দলীয় জোটের মনোনীত প্রার্থী জামায়াত নেতা এইচ এম হামিদুর রহমান আযাদ। তবে শেষ পর্যন্ত তাকে লড়তে হচ্ছে আপেল প্রতীক নিয়ে।

জেলা নির্বাচন কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, মনোয়নপত্র দাখিলের সময় নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উল্লেখ করেছিলেন এই জামায়াত নেতা। কিন্তু শেষ পর্যন্ত ধানের শীষের মনোনীয় প্রার্থী হন তিনি। কিন্তু আইনি জটিলতার কারণে তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপেল প্রতীকে লড়তে হবে।

সোমবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

বিজ্ঞাপন

তিনি জানান, দুপুরে এইচ এম হামিদুর রহমানের পক্ষে প্রতীক নিতে যান অ্যাডভোকেট নুরুল ইসলাম ও জাফরুল্লাহ ইসলাবাদী। এসময় তারা আপেল প্রতীক দাবি করে। সেই প্রতীকই তাদের দেওয়া হয়।

উল্লেখ্য, গত শনিবার (৮ ডিসেম্বর) জোটগতভাবে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী হিসেবে হামিদুর রহমান আযাদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন