বিজ্ঞাপন

দুই দিনের বিশ্রামে টাইগাররা

January 11, 2018 | 1:19 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো ত্রিদেশীয় সিরিজে ফেভারিট হয়ে মাঠে নামবে মাশরাফির দল। ঘরের মাঠে আট বছর পর ত্রিদেশীয় সিরিজের ৪ দিন আগে তাই টাইগারদের বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সে হিসেবে বৃহস্পতিবার ও শুক্রবার (১১ ও ১২ জানুয়ারি) ছুটি পেয়েছেন তামিম-মুশফিক-মোস্তাফিজ-সাব্বিররা।

এবারের সিরিজটি হবে দিবারাত্রির। তাই কুয়াশা, শিশির আর ঠান্ডা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে দুপুরের পর থেকে অনুশীলন করে যাচ্ছে বাংলাদেশ। শনিবার (১৩ জানুয়ারি) দুপুর থেকে আবারও পুরোদমে শুরু হবে টাইগারদের অনুশীলন।

এক নজরে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের সূচি:
১৫ জানুয়ারি – বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে
১৭ জানুয়ারি – শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে
১৯ জানুয়ারি – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
২১ জানুয়ারি -–শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে
২৩ জানুয়ারি – বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে
২৫ জানুয়ারি – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
২৭ জানুয়ারি – ফাইনাল

বিজ্ঞাপন

সবগুলোই ম্যাচই দিবারাত্রির। শুরু দুপুর ১২টায়, ভেন্যু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবুল হাসান রাজু, সাইফউদ্দিন, সানজামুল ও মোহাম্মদ মিঠুন।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন