বিজ্ঞাপন

সেগুনবাগিচায় মির্জা আব্বাসের গণসংযোগে হামলা

December 15, 2018 | 1:31 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনি গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। সেগুনবাগিচা মসজিদ এলাকায় দুপুর ১টার দিকে হামলার ঘটনা ঘটে। তবে কারা এই হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

গণসংযোগে থাকা বিএনপির এক কর্মী জানান, মির্জা আব্বাস ১৫-২০ জনের একটি টিম নিয়ে এলাকায় গণসংযোগ চালাচ্ছিলেন। এ সময় তার গণসংযোগ পরিচালনাকারী টিমটি সেগুনবাগিচা মসজিদ এলাকায় এলে লাঠিসোটা নিয়ে একদল যুবক তাদের ওপর হামলা চালায়।

বিজ্ঞাপন

তাদের হামলায় আক্রান্ত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে কর্মীরা তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

হামলার শিকার হওয়ার পরপরই মির্জা আব্বাস তার প্রচারণা টিম নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেছেন।

বিজ্ঞাপন

মির্জা আব্বাসের প্রেস উইং সদস্য জাহাঙ্গীর আলম মিন্টু জানান, ছাত্রদল নেতা আপেল মাহমুদসহ বেশ কয়েকজন নেতাকর্মী হামলায় আহত হয়েছেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, সেগুনবাগিচায় মারামারির সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার শুরু কীভাবে ও শেষ পরিণতি কী হয়েছে তা জানার পর আমরা বিস্তারিত বলতে পারব।’

সারাবাংলা/এজেড/ইউজে/একে

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন