বিজ্ঞাপন

কনকনে বাতাস ও কুয়াশায় কমছে না শীত

January 12, 2018 | 12:45 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

সারাদেশে শৈত্যপ্রবাহ অনেকটা কেটে গেলেও কনকনে বাতাস এবং কুয়াশার জন্য তীব্র শীত অনুভূত হচ্ছে। তবে দেশের উত্তর- পশ্চিমাঞ্চলে এখনো শৈত্যপ্রবাহ রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার সকালে আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে। এ সময় সারাবাংলাকে আবহাওয়াবিদ আবদুল মান্নান জানান, শৈত্যপ্রবাহ কেটে গিয়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তবে বাতাস ও কুয়াশার জন্য শীত কমেনি। এ অবস্থা আরও কয়েকদিন থাকবে বলেও জানিয়েছেন এ আবহাওয়াবিদ।

এদিকে হিমেল হাওয়া আর কনকনে শীতে কাঁপছে উত্তরের বিভিন্ন জেলা। তীব্র শীতে এ অঞ্চলের  মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে ছিন্নমুল-হতদরিদ্র মানুষের অবস্থা চরম শোচনীয়। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। নিতান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে কেউ বের হচ্ছেন না।

বিজ্ঞাপন

ঘন কুয়াশার কারণে দিনের মধ্যেও বিভিন্ন জেলার মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন