বিজ্ঞাপন

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী

December 20, 2018 | 2:19 pm

স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

দেশের বিশিষ্ট কবি হাবীবুল্লাহ সিরাজীকে বাংলা একাডেমির নতুন মহাপরিচালক করা হয়েছে। তিন বছর মেয়াদে এ নিয়োগ পেয়েছেন তিনি। আজ দুপুরে হাবীবুল্লাহ সিরাজী তার দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় বাংলা একাডেমির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান।

হাবীবুল্লাহ সিরাজী দেশের একজন অগ্রগণ্য কবি। তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ৩২। এছাড়া উপন্যাস, শিশুতোষ গ্রন্থ, প্রবন্ধ, স্মৃতিকথা মিলিয়ে অর্ধ শতাধিক গ্রন্থের লেখক তিনি। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আছে- দাও বৃক্ষ দাও দিন, মোমশিল্পের ক্ষয়ক্ষতি, মধ্যরাতে দুলে ওঠে গ্লাশ, নোনা জলে বুনো সংসার, সিংহদরজা, বেদনার চল্লিশ আঙুল, কতো কাছে জলছত্র, কতোদূর চেরাপুঞ্জি, সারিবদ্ধ জ্যোৎস্না, বিপ্লব বসত করে ঘরে, কাদামাখা পা, যমজ প্রণালী।

লেখালেখির জন্য পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন