বিজ্ঞাপন

টুইটারে পোস্ট করে শাস্তি তিন ক্রিকেটারের

December 20, 2018 | 2:08 pm

স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

শিরোনাম দেখে অবাক হওয়ারই কথা। টুইটারে পোস্ট করায় খেলোয়াড়দের তো নিষেধাজ্ঞা নেই, তবে কেন শাস্তি পেতে হলো!

চলতি মাসেই হয়ে যাওয়া এমার্জিং এশিয়া কাপ চলাকালীন সময়ে টুইটারে পোস্ট করে নিয়ম ভঙ্গ করেন আরব আমিরাতের তিন ক্রিকেটার রোহান মুস্তাফা, আহমেদ রেজা এবং রামিজ শাহজাদ। যে কারণে শাস্তি পেলেন তারা।

পাকিস্তানের করাচিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হয়েছিল আরব আমিরাত। সেই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৩১ ওভারে ৪ উইকেটে ৮৭ রান তোলে হংকং। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচে পয়েন্ট ভাগ করে দেয়া হয়। সেই ম্যাচেই ভেন্যু নিয়ে সমালোচনা করে টুইটারে পোস্ট করেন আরব আমিরাতের এই তিন ক্রিকেটার। পরে সেই পোস্ট মুছে দেন তারা। কিন্তু পোস্ট মুছে দিলেও শাস্তি পেতে হচ্ছে তাদের।

বিজ্ঞাপন

আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, শাস্তি হিসেবে ৮ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে এই তিন ক্রিকেটারকে। ইসিবি তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়ম ভঙ্গ করে পোস্ট দিয়েছে আমিরাতের তিন ক্রিকেটার রোহান মুস্তাফা, আহমেদ রেজা এবং রামিজ শাহজাদ। যে কারণে প্রত্যেক জনকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাদেরকে। শাস্তির পাশাপাশি তাদেরকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হচ্ছে।’

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন