বিজ্ঞাপন

চট্টগ্রামে ১৬ স্বর্ণের বারসহ সিভিল এভিয়েশনের কর্মচারী গ্রেফতার

December 20, 2018 | 8:17 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল এভিয়েশন বিভাগের এক কর্মচারীকে ১৬টি স্বর্ণের বারসহ গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ ডিসেম্বর) রাতে বিমানবন্দরের অদূরে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকা থেকে মো.আকরাম হোসেন (২৮) নামে ঐ কর্মচারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আকরাম সিভিল এভিয়েশন বিভাগে ট্রাফিক হ্যান্ড হিসেবে কর্মরত আছেন বলে সারাবাংলাকে জানিয়েছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল কান্তি বড়ুয়া।

বিজ্ঞাপন

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, অবৈধভাবে আনা স্বর্ণের বার নিয়ে সিভিল এভিয়েশন বিভাগের একজন কর্মচারী বিমানবন্দর থেকে বের হবেন। এর ভিত্তিতে ১৫ নম্বর ঘাট এলাকায় অবস্থান নিয়ে মোটর সাইকেলে করে আসা আকরামকে আটক করি। তাকে তল্লাশি করে ১৬ পিস স্বর্ণের বার পাওয়া গেছে।

ওসি জানান, জব্দ করা স্বর্ণের বারের ওজন ১ কেজি ৮৬৬ গ্রাম। দাম প্রায় ৮০ লাখ টাকা।

আকরামের বাড়ি কুমিল্লা জেলার কোতোয়ালী থানার রসুলপুর গ্রামে। সে মো.আমিন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়েছে বলে ওসি জানিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এনএইচ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন