বিজ্ঞাপন

টি-টোয়েন্টিতেও এবার প্রথম সাকিব

December 20, 2018 | 9:03 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

টেস্ট আর ওয়ানডেতে তার কীর্তি আছে অনেকগুলো। এবার টি-টোয়েন্টিতেও একটি প্রথমের কীর্তি গড়লেন সাকিব আল হাসান। এই প্রথম টি-টোয়েন্টিতে একই ম্যাচে অন্তত ৪০ রান করার সঙ্গে ৫ উইকেট নিলেন কোনো ক্রিকেটার।

টেস্টে এক ম্যাচে ১০ উইকেট ও সেঞ্চুরি করার কীর্তি আছে তার। যে কীর্তি ছিল শুধু ইয়ান বোথাম ও ইমরান খানের। টেস্টে কয়েক দিন আগেই পূর্ণ করেছেন ৪ হাজার রান ও ২০০ উইকেটের ডাবল। ওয়ানডেতেও ৫ হাজার রানের সঙ্গে ২০০ উইকেট আছে সাকিব ছাড়া হাতেগোণা কয়েকজন মাত্র অলরাউন্ডারের।

টি-টোয়েন্টিতে অবশ্য ১ হাজার রান ও ১০০ উইকেটের ডাবল এখনো হয়নি সাকিবের। ১ হাজার রান পেলেও ১০০ উইকেট পেতে আরও ১৫টি দরকার। তবে আজ করে ফেললেন ক্যারিয়ারের সেরা বোলিংও। ২০ রান দিয়ে পেয়েছেন ৫ উইকেট, এর আগে ১৫ রান দিয়ে ৪ উইকেট ছিল তার ক্যারিয়ার সেরা বোলিং। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে ৫ উইকেট নেওয়ার কীর্তি আছে দুইটি।

বিজ্ঞাপন

তার আগে ব্যাট হাতেও তুলেছেন ঝড়। ২৬ বলে ৪২ রান করে ছিলেন অপরাজিত। টি-টোয়েন্টিতে ৫ উইকেট নিয়ে ৪০ রান করার কীর্তি নেই আর কোনো বোলারের।

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন