বিজ্ঞাপন

ওয়ানডে স্টাইলে ইমরুল-মুমিনুলের ব্যাটিং

December 24, 2018 | 5:35 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

চলতি বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ডে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ইস্ট জোন এবং সেন্ট্রাল জোন। টস জিতে আগে ব্যাট করতে নেমে ইস্ট জোন দিন শেষে ৮ উইকেটে তুলেছে ৩৮০ রান। ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ইমরুল কায়েস, মুমিনুল হক, জাকির হাসান এবং মাহমুদুল হাসান।

ব্যাটিংয়ে নেমে ইস্ট জোনের ওপেনার রনি তালুকদার ০ রানেই বিদায় নেন। আরেক ওপেনার ইমরুল কায়েস ব্যাট হাতে দ্রুতগতিতেই রান তুলতে থাকেন। সঙ্গে যোগ দেন ইস্ট জোনের দলপতি মুমিনুল হক। কায়েস ৭৯ বলে ১২টি চারের সাহায্যে করেন ৭৮ রান। আর মুমিনুল ৯৫ বলে ৯টি চারের সাহায্যে করেন ৮২ রান। এরপর ইয়াসির আলি ৬৬ বলে করেন ৩৯ রান।

মাঝে ১৩ রান করে বিদায় নেন মোহাম্মদ আশরাফুল। ১০৭ বলে ৯টি বাউন্ডারিতে ৭৪ রান করে অপরাজিত আছেন মাহমুদুল হাসান। তার আগে ৭৭ বলে ৯টি চারের সাহায্যে ৫৭ রান করে বিদায় নেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান। তাইজুল ইসলামের ব্যাট থেকে আসে ৪২ বলে ৩২ রান। আবু জায়েদ রাহি ১ রানে অপরাজিত আছেন।

বিজ্ঞাপন

সেন্ট্রাল জোনের পেসার তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, মোসাদ্দেক সৈকত, মোশাররফ রুবেল দুটি করে উইকেট তুলে নেন। উইকেট পাননি শাহাদাত হোসেন, নাজমুল হোসেন শান্ত আর সাইফ হাসানরা।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন