বিজ্ঞাপন

কুতুপালং ক্যাম্পে ছুরিকাঘাতে রোহিঙ্গা নিহত

January 13, 2018 | 6:55 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে ছুরিকাঘাতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহতের নাম মমতাজ আহমদ (৩৫)। শনিবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন মহিব উল্লাহ নামে আরেক ব্যক্তি। ঘটনার পর ঘাতক আরিফ উল্লাহকে আটক করেছে পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন। উখিয়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আরিফ উল্লাহ নামের ওই রোহিঙ্গাকে আটক করে।

ওসি বলেন, ‘পূর্ব শক্রতার জের ধরে আরিফ পার্শ্ববর্তী ক্যাম্পের মমতাজ আহমদকে ছুরিকাঘাত করে। এসময় ক্যাম্পে থাকা রোহিঙ্গারা দ্রুত মমতাজকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাবার সময় পথে তার মৃত্যু হয়।’

বিজ্ঞাপন

আটক আরিফ উল্লাহর বরাত দিয়ে ওসি আরও জানান, মিয়ানমারের রাখাইনে গত দুই বছর আগে আরিফ উল্লাহর ভাইকে হত্যা করে বাংলাদেশে পালিয়ে আসে মমতাজ। এরপর আরিফ বাংলাদেশে এসে মমতাজকে খুঁজতে থাকে। তাকে খুঁজে পাওয়ার পর আজ হত্যা করে।

সারাবাংলা/এনএস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন