বিজ্ঞাপন

জাবির নতুন প্রক্টর ফিরোজ উল হাসান

January 1, 2019 | 6:29 pm

।। জাবি করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ উল হাসানকে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম নিজ ক্ষমতাবলে তাকে সাময়িকভাবে এই পদে দায়িত্ব দিয়েছেন।

মঙ্গলবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ সারাবাংলাকে এই তথ্য জানিয়েছেন।

রহিমা কানিজ জানান, সাবেক ভারপ্রাপ্ত প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বিদেশে উচ্চ শিক্ষা নিতে গতকাল থেকে ছুটিতে গেছেন। এই জন্য ফিরোজ উল হাসানকে সাময়িকভাবে প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ এ বিষয়ে একটি অফিস আদেশও জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

এদিকে নতুন দায়িত্ব পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ফিরোজ উল হাসান। তিনি বলেন, যেহেতু দীর্ঘদিন ধরে সহকারী প্রক্টর হিসেবে কাজ করেছি। সুতরাং নতুন দায়িত্ব পালনেও সক্ষম হবো বলে বিশ্বাস করি।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন