বিজ্ঞাপন

সপ্তমবারের মতো নির্বাচিত হলেন ৩ বীর মুক্তিযোদ্ধা

January 2, 2019 | 6:59 am

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

দিনাজপুর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা সপ্তমবারের মতো নির্বাচিত হয়েছেন তিন বীর মুক্তিযোদ্ধা। তারা হলেন, দিনাজপুর-৫ আসনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার, গাইবান্ধা-৫ আসনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও ঠাকুরগাও-২ আসনের দবিরুল ইসলাম মিয়া।

রোববার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদের নির্বাচনে ভোটগ্রহণ শেষে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের ফলাফল ঘোষণার মধ্য দিয়ে সপ্তমবারের মতো নির্বাচিত হন এই তিন মুক্তিযোদ্ধা।

নির্বাচিত এই তিন জনই ৭১-এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। পাশাপাশি প্রত্যেকে তাদের নিজ নিজ এলাকায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।

বিজ্ঞাপন

নির্বাচনের ফলাফল অনুযায়ী, দিনাজপুর-৫ আসনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার ১ লাখ ৮৮ হাজার ৬৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী এ জেড এম রেজওয়ানুল হক ১ লাখ ২৮ হাজার ৫৬৭ ভোট পেয়েছেন।

এছাড়া, গাইবান্ধা-৫ আসনে জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ২ লাখ ৪২ হাজার ৮৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী ওমর ফারুক ১৯ হাজার ৯৯৬ ভোট পেয়েছেন।

অপরদিকে, ঠাকুরগাঁও-২ আসনে ২ লাখ ২৪ হাজার ৩১৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দবিরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল হাকিম পেয়েছেন ৪ হাজার ৩২৮ ভোট।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচআর/এমএমএইচ/এমআই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন