বিজ্ঞাপন

সাকিবের পর মাশরাফি

January 15, 2018 | 12:12 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ত্রিদেশীয় সিরিজ লাইভ দেখুন এখানে

নিজেদের মাঠ, চেনা কন্ডিশন আর স্বাগতিক দর্শকদের সামনে জ্বলে উঠছে টিম বাংলাদেশ। জিম্বাবুয়ের তিন নম্বর ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়েছে টাইগাররা। সবশেষ উইকেটটি নিয়েছেন মাশরাফি। আগের দুটি নিয়েছেন সাকিব। দলীয় ৩০ রানেই তৃতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে।

সোমবার (১৫ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মাঠের লড়াইয়ে নামে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ব্যাটিং উদ্বোধনে নামেন জিম্বাবুয়ের ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা এবং সলোমন মিরে।

বিজ্ঞাপন

ইনিংসের শুরুতে মাশরাফি প্রথম ওভারে আক্রমণে আনেন সাকিবকে। ইনিংসের দ্বিতীয় বলেই সাকিব ফিরিয়ে দেন মিরেকে। মুশফিকের দারুণ এক স্ট্যাম্পিংয়ে ফেরেন মিরে। পরের বলেই সাব্বিরের ক্যাচে ফেরেন ক্রেইগ আরভিন। প্রথম ওভারে ৫ রানের বিনিময়ে সাকিব তুলে নেন দুটি উইকেট। ইনিংসের অষ্টম ওভারের শেষ বলে মাশরাফি ফেরান মাসাকাদজাকে। মুশফিকের তালুবন্দি হওয়ার আগে এই ওপেনার ২৪ বলে দুটি চারের সাহায্যে করেন ১৫ রান।

বাংলাদেশের মাটিতে জিম্বাবুয়ের সাম্প্রতিক রেকর্ড খুব আশা দেখাবে না। ২০১০ সালে সর্বশেষ বাংলাদেশের মাটিতে টাইগারদের হারিয়েছিল জিম্বাবুয়ে, এরপর নিজেদের মাঠে টানা ১০ ম্যাচ জিম্বাবুয়ের কাছে হারেনি বাংলাদেশ।

এক নজরে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের সূচি:
১৫ জানুয়ারি–বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে
১৭ জানুয়ারি–শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে
১৯ জানুয়ারি–বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
২১ জানুয়ারি–শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে
২৩ জানুয়ারি–বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে
২৫ জানুয়ারি–বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
২৭ জানুয়ারি–ফাইনাল

বিজ্ঞাপন

সবগুলোই ম্যাচই দিবারাত্রির। শুরু দুপুর ১২টায়, ভেন্যু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সানজামুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

সারাবাংলা/এমআরপি

ত্রিদেশীয় সিরিজ লাইভ দেখুন এখানে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন