বিজ্ঞাপন

ডাকসু’র ঢেউ রাকসুতেও, শিগগিরই আলোচনা শুরু

January 15, 2019 | 11:01 am

।। রাবি করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নিবার্চন হয়নি দীর্ঘ তিন দশক। বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠনগুলো নির্বাচনের দাবি জানালেও তাতে কর্ণপাত করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর নতুন করে তোড়জোড় শুরু হয়েছে ছাত্র সংগঠনগুলোতে।

রাকসু নির্বাচন নিয়ে কথা বলতে গতকাল সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এম আব্দুস সোবহানের সঙ্গে সাক্ষাৎ করেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।

বৈঠক থেকে বেরিয়ে প্রগতিশীল ছাত্রজোটের সম্বয়ক মহব্বত হোসেন মিলন বলেন, ‘আমরা রাকসু নির্বাচনে বিষয় কথা বলতে আমরা ভিসি স্যারের সঙ্গে সাক্ষাৎ করি। স্যার রাকসু নির্বাচনে বিষয়ে খুবই ইতিবাচক। এই সপ্তাহের মধ্যে সব ছাত্র সংগঠনের সঙ্গে আলাদাভাবে ছাত্র উপদেষ্টা ও প্রক্টর স্যার বসবেন। আর মাসের শেষদিকে ভিসি স্যার নিজেই শিক্ষার্থীদের সঙ্গে বসবেন।’

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘আমরা আগামী দুই-একদিনের মধ্যে আলোচনা শুরু করবো। প্রাথমিকভাবে রাকসু গঠনতন্ত্র সংগ্রহ করে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের সঙ্গে কতটা সামঞ্জস্য সে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন পর্ষদের সঙ্গে কথা বলবো।’

ডাকসু গঠনতন্ত্র সংশোধনী বৈঠকে কারা কী প্রস্তাব দিলেন

ছাত্র সংগঠনগুলোর সঙ্গে কবে নাগাদ আলোচনা হতে পারে এমন প্রশ্নের জবাবে লুৎফর রহমান বলেন, ‘আগামী সপ্তাহের শুরু থেকে ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আলোচনা বসবো।’

বিজ্ঞাপন

খোজঁ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী প্রত্যেক বছর রাকসু নির্বাচন হওয়ার কথা থাকলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে রাকসু নির্বাচন হয়েছে ১৪ বার। সর্বশেষ রাকসু নির্বাচন হয়েছিল ১৯৮৯-৯০ সালে।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন