বিজ্ঞাপন

সিআইইউতে ‘সামাজিক উদ্যোক্তা ও সম্ভাবনা’ নিয়ে সেমিনার

January 17, 2019 | 7:09 pm

।। সারাবাংলা ডেস্ক।।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ব্যুরো: চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) ‘বিশ্ববিদ্যালয়ে সামাজিক উদ্যোক্তা ও সম্ভাবনা’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে নগরীর জামালখানে ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এ সেমিনার হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম বলেন, ‘জ্ঞানের সঙ্গে প্রযুক্তির সমন্বয় করে তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনের দিকে বেশি মনোযোগী হতে হবে। আমরা যাই করি না কেন, প্রতিটি ক্ষেত্রে আবিষ্কারের মনোভাব গড়ে তোলা জরুরি।’

নারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকার নানা ধরনের সুযোগ-সুবিধা বাড়ানোর মাধ্যমে মেয়েদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। পারিবারিকভাবেই ব্যবসায়ী হতে হবে এমন ধারণা তরুণ-তরুণীদের ভুলে যেতে হবে। ভয়কে দূর করে ঠিক সময়ে ঠিক পদক্ষেপ নেওয়ার কৌশলটাও রপ্ত থাকা চাই। শিক্ষার্থীরা আগামী দিনে চ্যালেঞ্জ নিতে ভালোবাসবে এমনটাই চাওয়া আমার।’

বিজ্ঞাপন

তিনি জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে বৈঠক করে তরুণদের সামাজিক উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কোর্স-কারিকুলাম ও সিলেবাসে পরিবর্তন আনার চেষ্টা চলছে।

সিআইইউ’র বোর্ড অব ট্রাস্টিজ সদস্য সৈয়দ মাহমুদুল হক বলেন, ‘সীমিত সম্পদ দিয়ে কীভাবে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখা যায় সেদিকে মনোযোগ বাড়ানো জরুরি।’

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, ‘তরুণ উদ্যোক্তারা প্রতিটি ক্ষেত্রে সম্ভাবনাময়। সিআইইউ এমন একটি গুণগত শিক্ষা ব্যবস্থার মধ্যে মেধাবীদের গড়ে তুলছে, যারা আগামী দিনে শিল্প, কৃষি খাত কিংবা রাষ্ট্রের অবকাঠামোগত উন্নয়নে বড় ভূমিকা রাখবে।’

বিজ্ঞাপন

সিআইইউ’র ইনস্টিটিউট অব গভর্নেন্স, ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (আইজিডিআইএস) এই সেমিনারের আয়োজন করে।

আইজিডিআইএস’র পরিচালক ড. মনজুর কাদেরের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন এডিবি’র সাবেক সিনিয়র উপদেষ্টা ড. মাহফুজউদ্দিন আহমেদ, একে খান গ্রুপের উপদেষ্টা ড. আবদুল মাজিদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ ইয়াসিন, বিএসআরএম’র চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী।

সারাবাংলা/আরডি/একে

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন