বিজ্ঞাপন

‘মোস্তাফিজ কখনোই খারাপ অবস্থায় ছিল না’

January 15, 2018 | 8:12 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

অনেক দিন পর যেন পাওয়া গেল সেই মোস্তাফিজুর রহমানকে। স্লথ, একটু থেমে আসা উইকেট এমনিতেই তার ধরনের জন্য আদর্শ। নিজের মন মতো উইকেট পেয়ে মোস্তাফিজ যেন প্রায় অপ্রতিরোধ্যই ছিলেন। ১০ ওভারে ২৯ রানে ২ উইকেটও ঠিক বোঝাতে পারছে না, জিম্বাবুয়েকে কতটা ভোগাতে পেরেছেন মোস্তাফিজ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সতীর্থ সাকিব আল হাসানের থেকে পাওয়া প্রশংসাপত্র অবশ্য প্রেরণা দিতে পারে তাকে।

Live Cricket SARABANGLA.NET দেখতে ক্লিক করুন

মোস্তাফিজকে নিয়ে অবশ্য এত প্রশ্ন ওঠার কারণও ছিল। যে রঙিন পোশাকে শুরু থেকেই উজ্জ্বল ছিলেন, অনেক দিন ধরেই সেখানে ঠিক চেনা যাচ্ছিল না তাকে। সর্বশেষ ৫ ওয়ানডেতে মাত্র ২ উইকেট পেয়েছেন, একটা ম্যাচ বাদ দিলে বাকিগুলোতে ওভারপ্রতি রান দিয়েছেন পাঁচেরও বেশি। দক্ষিণ আফ্রিকায় তো গোড়ালির চোটে ওয়ানডেতে আর খেলতেই পারেননি।

বিজ্ঞাপন

তবে সাকিব বলছেন, মোস্তাফিজ খারাপ করছেন, সেটা তার কাছে কখনোই মনে হয়নি, ‘আমার কাছে মনে হয় নাই সে কখনো খারাপ করেছে। হয়ত উইকেট পায়নি, কিন্তু সব সময় উইকেট পাওয়া একটা মানুষের পক্ষে কখনই সম্ভব না। সে কখনই খারাপ অবস্থায় ছিল না। এখন হয়ত আরও ভাল অবস্থায় এসেছে।’

Live Cricket SARABANGLA.NET দেখতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Winning Moments of Bangladesh Against Zimbabwe

Winning Moments of Bangladesh Against ZimbabweTri Nation Series 2018

Posted by Rabbitholebd.com on Monday, 15 January 2018

ক্যারিয়ার জুড়ে অনেকটা সময়ই চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে, সর্বশেষ গোড়ালির চোটও তো ভোগাল মাসখানেকের বেশি। বিপিএলে রাজশাহী কিংসের হয়ে শেষের দিকে ফিরলেও ঠিক যেন চেনাতে পারেননি। তবে এর মধ্যে নিবিড়ভাবে কাজ করেছেন অনুশীলনে। সাকিবও তা মনে করিয়ে দিলেন, ‘সে এর মধ্যেই অনেক কাজ করছে, তার বোলিং দেখে আমি বেশ সন্তুষ্ট।’

বিজ্ঞাপন

নতুন বছরে এভাবেই আস্থার প্রতিদান দিয়ে যেতে চাইবেন মোস্তাফিজ।

সারাবাংলা/এএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন