বিজ্ঞাপন

আসামির মায়ের দায়ের কোপে আহত ২ পুলিশ সদস্য

January 19, 2019 | 5:26 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ব্যুরো: আসামির মায়ের ধারালো অস্ত্রের কোপে আহত হয়েছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযানে যাওয়া দুই পুলিশ কর্মকর্তা।

শনিবার (১৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে বাঁশখালী পৌরসভার রঙ্গীয়াঘোনা এলাকায় এই ঘটনা ঘটেছে।

আহতরা হলেন- বাঁশখালী থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) প্রদীপ চক্রবর্তী ও নূরনবী টিপু।

বিজ্ঞাপন

ঘটনার পর ওই আসামির মা শামসুন্নাহার বেগমকে আটক করেছে পুলিশ।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন সারাবাংলাকে জানান, চন্দনাইশ থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলার আসামি জমির উদ্দিনকে ধরতে পুলিশ সদস্যরা তার বাড়িতে যান। শুরু থেকেই জমিরের পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে খারাপ আচরণ শুরু করেন। একপর্যায়ে তারা মারমুখী হয়ে উঠেন। বাকবিতণ্ডার এক পর্যায়ে শামসুন্নাহার বেগম দা দিয়ে প্রথমে প্রদীপের ঘাড়ে কোপ দেন। তাকে রক্ষায় টিপু এগিয়ে গেলে তাকেও কোপ দেওয়া হয়।

আহত টিপুকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং প্রদীপকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে জানিয়েছেন, আহত প্রদীপ আশঙ্কামুক্ত।

ওসি জানিয়েছেন, এই ঘটনায় আটক শামসুন্নাহারের বিরুদ্ধে মামলা করা হবে। এছাড়া আসামি জমিরকে ধরতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

সারাবাংলা/আরডি/এসএমএন

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন