বিজ্ঞাপন

কমান্ডো বাহিনী থাকছে প্রথম বিভাগ হকিতেও

January 20, 2019 | 10:20 pm

।।স্পোর্টস করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকাঃ মাঠে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে প্রথম বিভাগ হকি লিগে কমান্ডো বাহিনী নিয়োজিত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। দু’বছর পর শুরু হওয়া প্রথম বিভাগ হকি লিগে শৃঙ্খলা নিশ্চিতে নিরাপত্তা জোরদার করেছে বাহফে। উৎসবমুখর পরিবেশে হকির প্রথম দিন অতিবাহিত হয়েছে।

জাতীয় হকিতে মারামারির ঘটনার পর থেকেই নড়েচড়ে বসেছে দেশের হকির সর্বোচ্চ অভিভাবক। এর আগে গত ডিসেম্বরে বিজয় দিবস হকির ফাইনালে প্রথমবারের মতো মাঠে ছিল কমান্ডো বাহিনী।

বাহফে সভাপতির বরাত দিয়ে প্রতিনিধি রাফিউল হক এক সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘হকির উন্নতিতে আমরা সবসময়ই কাজ করে যাচ্ছি। এটিকে আরো সুন্দর ও সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য এবং মাঠে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইন-শৃঙখলা রক্ষাকারী বাহিনীর সাথে কাজ করবে কমান্ডো বাহিনী। আম্পায়ার ও ক্লাব কর্মকর্তারা যাতে অযথা কোন কর্মকান্ডে জড়িয়ে না পড়েন সেদিকেও দৃষ্টি রাখা হবে।’

বিজ্ঞাপন

আর বাহফে সাধারণ সম্পাদক আব্দুস সাদেক জানালেন, ‘এটি ধারাবাহিক একটি প্রক্রিয়া। মাঠে সকলের সহযোগিতা ও সুষ্ঠু আচরণ আশা করছি। প্রিমিয়ারে আমাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। আমরা চাই না সেরকম কোন ঘটনার পুনরাবৃত্তি হোক।’

এদিকে প্রথম বিভাগ লিগের প্রথম ম্যাচে পিডব্লিউডি ২-১ গোলে শান্তিনগর এসসিকে পরাজিত করে। জয়ী দলের পক্ষে মো: সাজেদ ও পরিমল মার্ডি একটি করে গোল করেন। শান্তিনগরের হয়ে একটি গোল শোধ করেন আকাশ। দিনের দ্বিতীয় ম্যাচে দিলকুশা এসসি ৪-০ গোলে হারায় বাংলাদেশ রেলওয়ে এসসিকে। দিলকুশার পক্ষে বন্ধন দুটি, রাজন ও লিখন একটি করে গোল করেন। পরাজিত করে।

প্রথম ম্যাচের পর এবং দ্বিতীয় ম্যাচের আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের উপদেষ্টা নাসির উদ্দিন আহমেদ চৌধুরী। বাহফে সাধারণ সম্পাদক আব্দুস সাদেক, যুগ্ম সম্পাদক মাহাবুবুল এহসান রানা, লিগ কমিটির চেয়ারম্যান মতিঝিল জোনের এডিসি এসএম শিবলী নোমান, সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন