বিজ্ঞাপন

ডিএনসিসি নির্বাচন নিয়ে বিএনপির সিদ্ধান্ত সন্ধ্যায়

January 24, 2019 | 12:28 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না, সে বিষয়ে আজ বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন- বিএনপি ভাঙার চক্রান্ত চলছে: ফখরুল

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা জেনেছি, আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটগ্রহণ হবে। আমরা ওই নির্বাচনে অংশ নেব কি না, সেটা এখনও ঠিক হয়নি। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটি বৈঠকে বসবে। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও আলোচনা করা হবে। পরে দলের সিদ্ধান্ত জানানো হবে।’

বিজ্ঞাপন

এসময় বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস, লে. কর্নেল (অব.) আব্দুল লতিফ, বিএনপির যুগ্ম-মহাসচি হারুন-অর রশীদ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, আসিফা আশরাফি পাপিয়া, আলমগীর হোসেন, ইয়াসিন আলী, চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খানসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলাদলের নেতারা।

ফাইল ছবি

সারাবাংলা/এজেড/টিআর

বিজ্ঞাপন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন