বিজ্ঞাপন

‘চন্ডিকা তো আর রান বা উইকেট এনে দেবে না’

January 16, 2018 | 6:11 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

চন্ডিকা হাথুরুসিংহে যতদিন ছিলেন, তিনি একটু আড়ালেই ঢাকা ছিলেন। এখন চন্ডিকা নেই, রিচার্ড হ্যালসল সহকারী কোচ হয়েও আবার একটু স্পটলাইটের সামনে। আগেও বলেছিলেন, হাথুরুসিংহে চলে যাওয়াটা এমন কোনো বড় ব্যাপার নয়। আজ আবারও বললেন, হাথুরু তো মাঠে গিয়ে রান করবে না, উইকেটও এনে দেবে না।

দলে যখন ফিল্ডিং কোচ হিসেবে ঢুকেছিলেন হ্যালসল, হাথুরু ছিলেন মূল কোচ। এরপর হ্যালসল সহকারী কোচ হয়েও কাজ করলেন হাথুরুর সঙ্গে। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর এই শ্রীলঙ্কান হঠাৎ করে চলে গেলেও হ্যালসল থেকে গেছেন। প্রধান কোচ না থাকা এমন কোনো বড় ব্যাপার নয়, সেটিও মনে করিয়ে দিয়েছেন বার বার।

‘তিনি খুবই ভালো একজন কোচ। কিন্তু কাল দেখুন সাকিব উইকেট পেয়েছে, তামিম রান করেছে। চন্ডিকা তো আপনার জন্য রান করে দেবে না, উইকেটও এনে দেবে না।’

বিজ্ঞাপন

বাংলাদেশের পরের ম্যাচটা শুক্রবার শ্রীলঙ্কার সাথে বলেই হয়তো বার বার হাথুরুর প্রসঙ্গটা চলে এলো। দুই দলের সর্বশেষ দেখায় বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে গিয়ে সিরিজ ড্র করে এসেছিল। এরপর বিশেষ করে ওয়ানডেতে শ্রীলঙ্কার গ্রাফটা শুধুই নিচে নামছে। তবে হ্যালসল সেটা বড় করে দেখতে রাজি নন।

‘নিজেদের দিনে শ্রীলঙ্কা খুবই শক্তিশালী একটা দল। আমরা চ্যাম্পিয়নস ট্রফিতেই দেখেছি যখন তারা ভারতকে হারিয়েছে। ইদানীং তারা হয়তো সেভাবে খেলতে পারেনি, তবে আমরা জানি তাদের সামর্থ্য কেমন। ম্যাথুস আর লাকমলের মতো খেলোয়াড় আছে তাদের। গত বছরটা খুব একটা ভালো কাটেনি তাদের, কিন্তু তারা বেশ ভালো একটা দল।’

প্রসঙ্গক্রমে চলে এলো পরের ম্যাচের জন্য বাংলাদেশের পরিকল্পনাও। জিম্বাবুয়ের মতো শ্রীলঙ্কার সাথেও কি বাড়তি একজন স্পিনার নিয়ে নামবে? হ্যালসলের কথা থেকে আভাস পাওয়া গেল, দল এমনই থাকতে পারে, ‘আমরা সাকিব, সানজামুল ও নাসিরকে বল করিয়েছি। রিয়াদ করেনি। যত রকম পরিস্থিতি হতে পারে, সব সামাল দেওয়ার পরিকল্পনা আছে আমাদের। তিন নম্বর পেসার থাকলে অন্য বোলারদেরও সেভাবে বল করাতে হবে। এটা অনেকটা জিগস পাজলের মতো আসলে।’

বিজ্ঞাপন

গত ম্যাচে তৃতীয় স্পিনার হিসেবে রুবেল ২৪ রানে দুই উইকেট পেয়েছিলেন। হ্যালসল তাও মনে করিয়ে দিলেন, ‘রুবেল তৃতীয় সিমার হিসেবে তো খুব ভালো করেছে। ব্যাটসম্যানরা যখন থিতু হতে থাকে তখন তাকে বল করতে হয়। তৃতীয় সিমারদের নির্দিষ্ট কিছু কাজ থাকে, সেটা করতে পারার মতো সামর্থ্য ওর আছে। আগ্রাসী বোলিংয়ে দারুণ কিছু বাউন্সার যেমন সে দিতে পারে, তেমনি শেষে ইয়র্কারও করতে পারে।’

হ্যালসলের কথা থেকে আভাস পাওয়া গেল, পরের ম্যাচে বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়েই নামতে পারে।

সারাবাংলা /এএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন