বিজ্ঞাপন

ঢাবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইয়ের নতুন কমিটি গঠন

January 26, 2019 | 4:58 pm

।। ঢাবি করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৪১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে সংগঠনের নবম বার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।

দুই বছর মেয়াদী এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন স্বপন কুমার দাস আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী। তিনি ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইতিহাসে প্রথম নারী সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি নার্গিস বেগম মিনি, ফরিদা ইয়াসমিন, কাজী মোয়াজ্জেম হোসেন, ড. মো. কামালউদ্দিন জসিম।

যুগ্ম-সাধারণ সম্পাদক মীর আত্ত্বাকী মাসরুরুজ্জামান রনি, মাহমুদ মেনন খান, আহমেদ পিপুল, শারমীন ইফফাত শামস (তুলি), জেসমিন জাহান মুন।

সহকারী সাধারণ সম্পাদক- জোনায়েদ আহমেদ হালিম, জিনাত শারমীন, আনোয়ার হোসেন মজুমদার।

বিজ্ঞাপন

সাংগঠনিক সম্পাাদক- সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী, কোষাধ্যক্ষ- তারিকুল ইসলাম খান রবিন, প্রকাশনা সম্পাদক- সুজন মাহমুদ, দফতর সম্পাদক- আসাদুজ্জামান কাজল, সাংস্কৃতিক সম্পাদক- সাহস মোস্তাফিজ যোগাযোগ সম্পাদক- আনোয়ারুল আজিম।

নির্বাহী সদস্যরা হলেন- ড. শেখ আব্দুস সালাম, আলমগীর হোসেন, আবু আলম মো. শহীদ খান, মো. মফিজুর রহমান, এম খায়রুল কবির, শাহেদ চৌধুরী, শওকত আহমেদ ফরিদি, ড. অলিউর রহমান, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, হাসান উল্লাহ খান রানা, কে এম সাখাওয়াত মুন, শরীফ উদ্দীন আহমেদ লিমন, শরিফুল হাসান, তৌহিদুল হাসান নিটোল, নাজমা বিনতে আলমগীর, মো. আব্দুল মান্নান, আকতার উদ্দীন, মানস ঘোষ, কবির আহমেদ খান এবং মো. ফরহাদ উদ্দীন।

সারাবাংলা/কেকে/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন