বিজ্ঞাপন

ডাবল মাস্টার্সকারীও ডাকসু নির্বাচনের যোগ্য, তবে বয়স ৩০

February 1, 2019 | 9:12 pm

।। ঢাবি করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সের মাধ্যমে ভর্তি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাবল মাস্টার্স করা শিক্ষার্থীরাও আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ ইউনিয়ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। তবে সেক্ষেত্রে তাদের বয়স অবশ্যই ৩০ এর মধ্যে থাকতে হবে। একাধিক সিন্ডিকেট মেম্বার ও ডাকসু গঠনতন্ত্র সংশোধনী কমিটির সদস্য সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি সন্ধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী নির্বাহী কমিটি সিন্ডিকেটে ডাকসু ও হল সংসদ নির্বাচনে ক্যান্ডিডেট ও ভোটারদের যোগ্যতার বিধান পাস হয়। ওই সভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এনামুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘যেসব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ভর্তির মাধ্যমে অনার্স, মাস্টার্স এমফিল পর্যায়ে আছেন এবং নির্বাচনের তফসিল ঘোষণার তারিখে যাদের বয়স কোনো ক্রমেই ৩০ এর অধিক হবে না কেবল তারাই ডাকসু নির্বাচনের ভোটার হতে পারবে। আর সকল ভোটারই ডাকসু নির্বাচন ও হল সংসদ নির্বাচনের প্রার্থী হতে পারবেন।’

কিন্তু পরে সিন্ডিকেট সদস্য ও ডাকসুর গঠনতন্ত্র সংশোধনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হয়ে যারা বিশ্ববিদ্যালয়ে ডাবল মাস্টার্স করছেন তারাও ভর্তি হতে পারবেন। তবে ডাবল মাস্টার্স করতে হলে অবশ্যই রেগুলার কোর্সে ডাবল মাস্টার্স করতে হবে। সান্ধ্যকালীন কোর্সে ডাবল মাস্টার্স করা শিক্ষার্থীরা ভোটার ও প্রার্থী হতে পারবেন না।

বিজ্ঞাপন

গঠনতন্ত্র সংশোধনী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ড. জিনাত হুদা সারাবাংলাকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স এবং রেগুলার কোর্সে যারা ডাবল মাস্টার্স করবে তারা ভোটার ও প্রার্থী হতে পারবে।’

সারাবাংলা/কেকে/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন