বিজ্ঞাপন

রানাতুঙ্গাও জানালেন বোর্ডে দুর্নীতি হচ্ছে

February 2, 2019 | 12:09 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

ইংল্যান্ড-ওয়েলসের মাটিতে এ বছরই বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে শ্রীলঙ্কার অবস্থা একেবারেই খারাপ। দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা আসন্ন বিশ্বকাপে লঙ্কানদের ভালো করার কোনো পথই দেখছেন না। সাফ জানিয়ে দিলেন, ‘বোর্ডের দুর্নীতি এবং ক্রিকেটারদের মধ্যে বিশৃঙ্খলার কারণে বিশ্বকাপে খারাপ ফলাফল করবে শ্রীলঙ্কা।’

১৯৯৬ বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কান দলনায়ক এবং শ্রীলঙ্কার বর্তমান পরিবহণ মন্ত্রী জানান, ‘বোর্ডে যারা আছে তারা সবাই দুর্নীতিবাজ। যেটি ছড়িয়ে পড়ছে ক্রিকেটারদের মধ্যে। বোর্ডের দুর্নীতি ক্রিকেটারদের ফোকাস নষ্ট করছে। পাশাপাশি ক্রিকেটাররা নিজেরাই নিজেদের মধ্যে অশান্তিতে জড়িয়ে পড়ছে।’

এদিকে, কদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় সমালোচিত টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক লাসিথ মালিঙ্গা আর সাবেক অধিনায়ক থিসারা পেরেরার বাগবিতন্ডায় জড়িয়ে পড়ার ঘটনা। তাতে মালিঙ্গার স্ত্রীও জড়িয়ে পড়েছেন। এমন ঘটনাকে লঙ্কান ক্রিকেটের জন্যই হুমকি মানছেন ৫৫ বছর বয়সী রানাতুঙ্গা। জাতীয় দলের বর্তমান কয়েকজন ক্রিকেটার এর সঙ্গে জড়িত বলেও জানান তিনি। নিজেদের মধ্যে ঝামেলা না পাকিয়ে পুরো মনোযোগটা খেলায় দিতে পরামর্শ দিয়েছেন রানাতুঙ্গা।

বিজ্ঞাপন

তিনি যোগ করেন, ‘দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এরা ব্যক্তিগত স্বার্থে ক্রিকেট খেলছে। এমন অবস্থায় জাতীয় দল নিয়ে উচ্চাশা করা যে বোকামি, সেটি না বললেও চলে। সবকিছু ফেলে তাদের ক্রিকেটের দিকেই মনোযোগ দেওয়া দরকার।’

দেশটির ক্রিকেট বোর্ডের নির্বাচনে প্রার্থী হিসেবে দেখা যেতে পারে রানাতুঙ্গাকে। গণমাধ্যমে তিনি জানান, সুযোগ পেলে দুর্নীতিমুক্ত ক্রিকেট বোর্ড গঠন করবেন এবং ব্যক্তিগত স্বার্থে খেলা ক্রিকেটারদের দল থেকে বের করে দেবেন বলেও হুশিয়ারি দিয়েছেন।

বর্তমানে অস্ট্রেলিয়া সফরে আছে লঙ্কান দল। এরই মধ্যে তাদের কোচ চন্দিকা হাথুরুসিংহের নির্বাচকের ভূমিকায় থাকা ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। অজিদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৪০ রানের ব্যবধানে হেরেছে লঙ্কানরা। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে হেরেছে। যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পাশাপাশি একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও হেরেছে লঙ্কানরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন