বিজ্ঞাপন

‘বিএনপি উইল ফাইট টু দ্য লাস্ট’

February 2, 2019 | 2:15 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা: বিএনপির কোনো সমস্যা নেই দাবি করে দলটির মহসাচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ‘বিএনপি ইজ ইউনাইটেড। ইট উইল ফাইট টু দ্যা লাস্ট।’

শনিবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘সহিংসতা ও নারী: বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এ আলোচনা সভায় আয়োজন করে ‘আওয়াজ’ নামের একটি সামাজিক সংগঠন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে একজন সাংবাদিক তাকে চিরকুট পাঠান। সেখানে জানতে চাওয়া হয় প্রধানমন্ত্রীর চা-চক্র সম্পর্কে।

তখন তিনি বলেন, ‘এইগুলো বলব না আজকে। আপনারা এই জিনিসগুলো আনবেন না আজ। সব সময় আপনাদের এই… এগুলোর উত্তর আমরা দিয়ে দিয়েছি গতকাল। ঐক্যফ্রন্টের মিটিং শেষে দিয়ে দেওয়া হয়েছে না? চিঠিও দেওয়া হয়েছে গতকাল। সেটা আপনাদের পত্রিকায় এসেছে। এটা ঠিক না। আমি যে বিষয়ে আজ আলোচনা করেছি, সেই বিষয় নিয়ে লেখেন— অনুরোধ আপনাদের কাছে।’

‘আজ ৯ বছরের বাচ্চাটার কাহিনী লিখুন, আজকে লিখুন সুবর্ণচরের সেই ঘটনার এখনো কোনো বিচার হয়নি। আজকে লিখুন যে, গতকাল ফতুল্লাতে ২০ বছরের এক তরুণীকে সাতজন মিলে ধর্ষণ করেছে। লিখুন যে, খুলনায় একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে। এগুলো লিখুন, সামনে আনুন, হাইটালাই করুন। এই ভয়াবহ ব্যধিগুলোর কথা সামনে আনুন, দেশটাকে বাঁচান, জাতিকে বাাঁচন’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সমস্যা বিএনপির না। আমি মনে করি যে, সব চেয়ে বড় সমস্যা জাতির। আপনার অধিকার চলে যাচ্ছে, গণতন্ত্র চলে যাচ্ছে। আর আপনারা বলছেন বিএনপির সমস্যা। ইটস নট এ বিএনপি’স প্রোবলেন, ইটস প্রোবলেম অব দ্যা নেশন—এই বোধ আনেন। আপনার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার গণতন্ত্র, অধিকার ধ্বংস হয়ে যাচ্ছে। আর আপনারা বলছেন বিএনপির সমস্যা। বিএনপির কোনো সমস্যা নেই। বিএনপি ইজ ইউনাইটেড। ইট উইল ফাইট টু দ্য লাস্ট।’

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক ড. দিলারা চৌধুরী, ড. তাজমেরী ইসলাম, আফরোজা আব্বাস, বিলকিছ জাহান শিরিন, নূরে আরা সাফাসহ অন্যরা। অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন অ্যধাপক শাহিদা রফিক।

সারাবাংলা/এজেড/একে

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন