বিজ্ঞাপন

ভালভারদের আশা, মেসির ইনজুরি মারাত্মক নয়

February 3, 2019 | 3:32 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে শনিবার (৩ ফেব্রুয়ারি) লিওনেল মেসির জোড়া গোলে হার এড়িয়ে ২-২ গোলের ড্র করে বার্সেলোনা। তবে ম্যাচে হার এড়িয়ে গেলেও নতুন শঙ্কায় পড়েছে বার্সা।

ন্যু ক্যাম্পে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের ৭০ মিনিটে মেসিকে ফাউল করেন স্প্যানিশ লেফটব্যাক টনি লাতো। তার বাজে ট্যাকলে ডান ঊরুতে চোট পান আর্জেন্টাইন স্ট্রাইকার। এরপর কিছুক্ষণের জন্য মাঠের বাইরে থেকে আবারও মাঠে নামেন তিনি।

ম্যাচ শেষে জানানো হয় উরুর চোটে পড়েছেন মেসি। তাতে শঙ্কা তৈরি হয়, কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে তার খেলা নিয়ে। তবে ম্যাচের পর সংবাদ সম্মেলনে বার্সা কোচ আর্নেস্তো ভালভারদে বলেন, ‘এখনো তার (মেসি) অবস্থা কি সেটা পুরোপুরি বলা সম্ভব নয়। তবে আমার মনে হচ্ছে ইনজুরি মারাত্মক নয়।’

বিজ্ঞাপন

আগামী ৬ ফেব্রুয়ারি (বুধবার) কোপা দেল রের সেমির প্রথম লেগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে নামবে বার্সা। এই ম্যাচে মেসিকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে ভালভারদে বলেন, ‘কাল কিংবা পরশু দিনের মধ্যেই ওর অবস্থা জানা যাবে। ডাক্তার কি বলে, সেদিকে তাকিয়ে থাকতে হবে। এরপর সিদ্ধান্ত নিতে হবে। আমার মনে হচ্ছে, সে খুব খারাপ অবস্থায় পড়েনি। তবে আগে থেকেই সব বলা যাচ্ছে না।’

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন