বিজ্ঞাপন

যেখানে আত্মবিশ্বাসী ইমরুল

February 7, 2019 | 3:50 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

বিপিএল ষষ্ঠ আসরের লিগ পর্বের দুই দেখায় দু’বারই ঢাকা ডায়নামাইটসকে হারিয়েছিলো ইমরুলের কুমিল্লা ভিক্টোরিয়ানস। ২২ জানুয়ারি মিরপুরে ৭ রানে জয়ের পর একই ভেন্যুতে গেল ১ ফেব্রুয়ারি ভাইকিংসদের বিপক্ষে ১ রানের জয়ে মাঠ ছেড়েছিলো। মূলত এই সুখস্মৃতিটিই ফাইনালের মহারণে ভিক্টোরিয়ানস দলপতি ইমরুল কায়েসকে আত্মবিশ্বাসী করে তুলছে।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলনে এসে তিনি একথা জানান।

ইমরুল বলেন, ‘এগিয়ে থাকার দিক থেকে এটাই বলতে পারেন যে, আমরা দুটি ম্যাচে ওদের বিপক্ষে জিতেছি। আত্মবিশ্বাসের দিক থেকে আমরা ভালো অবস্থানে আছি। কারণ একটি দলকে দুইবার যখন হারাবেন তখন আল্টিমেটলি প্রতিপক্ষ দল কিন্তু আমাদের নিয়ে আমাদের চেয়ে তখন বেশি চিন্তা করবে। এটাই আমার কাছে মনে হয় একটি ইতিবাচক দিক।’

বিজ্ঞাপন

সেটা না হয় বোঝা গেল শিরোপা নির্ধারণী ম্যাচে ওই দুই জয় ভিক্টোরিয়ানসদের মানসিকভাবে এগিয়ে রাখবে। কিন্তু ওই দুটি জয়তো লিগ পর্বে পেয়েছিলো। আর এটা শিরোপা নির্ধারণী ম্যাচ। যেখানে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে নতুন নতুন কৌশল অবলম্বন করবে। প্রতিটি বোলার ব্যাটসম্যানকে নিয়ে আলাদা পরিকল্পনা করবে।

তবে ইমরুলের কথায় মনে হলো ঢাকা বধে তাদের বাড়তি পরিকল্পনার প্রয়োজন হচ্ছে না। যদিও বিশ্বমানের চার অলরাউন্ডার সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, সুনিল নারাইন ও কাইরন পোলার্ড দলে আছেন। তবুও নির্ভার কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের শিষ্যরা। আর এই ক্ষেত্রে তাকে আত্মবিশ্বাস যোগাচ্ছে তামিম ইকবাল, এভিন লুইস, শামসুর রহমান শুভ, থিসারা পেরেরা, শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ সাইফউদ্দীন ও মেহেদি হাসানেকে নিয়ে গড়া লাইন আপ।

‘আমরা তাদের বিপক্ষে দুইটি ম্যাচ খেলেছি। আর এই দুই ম্যাচে কিন্তু চারটি অলরাউন্ডারই খেলিয়েছিলো তারা। আমাদের কাছে এই দুই ম্যাচেই হেরেছে তারা। সুতরাং আমরা অতিরিক্ত কোনও পরিকল্পনা বা চিন্তা করছি না। মাঠে গেলে পরিস্থিতি কি হয়, সেই পরিস্থিতিই বলে দেয় যে মানুষ কিভাবে ফেস করতে হবে বা হ্যান্ডেল করতে হবে।’

বিজ্ঞাপন

‘আমাদের দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। শহীদ আফ্রিদি আছে সে জানে, অনেক ক্রিকেট খেলেছে টি-টোয়েন্টি ফরম্যাটে। আপনারা জানেন যে, সে প্রথম থেকেই ভালো বোলিং করে আসছে। আমি আশা করি সে কালকেও তেমন একটি ভালো পারফরম্যান্স উপহার দিবে। আমরা আমাদের স্ট্রেন্থ অনুযায়ী ঠিকমতো এক্সিকিউট করতে পারি ইনশাল্লাহ একটি ফলাফল আসার সম্ভাবনা আছে।’

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

সারাবাংলা/এমআরএফ/এসএন

বিজ্ঞাপন

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন