বিজ্ঞাপন

জয়ে শুরু আবাহনীর ট্রেবল মিশন

January 17, 2018 | 8:41 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

একটি শিরোপাই অধরা ছয়বারের বিপিএল শিরোপা জয়ী ঢাকা আবাহনীর। তা হলো স্বাধীনতা কাপ। প্রায় এক যুগ আগে শুরু হওয়া ঘরোয়া ফুটবলের এই শিরোপাটাই ছুঁয়ে দেখা হয়নি তাদের। আকাশি-নীল শিবিরের সামনে এখন ট্রেবল জেতার সুবর্ণ সুযোগ। মিশনটি জয় দিয়ে শুরু করেছে ধানমন্ডির ক্লাবটি।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে বুধবার (১৭ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে টিম বিজেএমসিকে হারিয়ে সেই মিশন শুরু করেছে আতিকুর রহমান আতিকের শিষ্যরা।

প্রথমার্ধে একটু ছন্নছাড়া খেললেও ২০ মিনিটের মাথায় বিপিএল চ্যাম্পিয়ন স্বরূপে ফিরে পায় তাদের। তবে এর আগে বিজেএমসির আক্রমণভাগ দুটি ভালো সুযোগ নষ্ট করে। একটি শটতো বারে লেগে ফিরে এসেছে গোলরক্ষক সোহেলকে বোকা বানিয়ে। তবে সেই যাত্রায় বেঁচে নিজেদের ফিরে পেয়েছে ঘরোয়া ফুটবলের জায়ান্টরা।

বিজ্ঞাপন

২৪ মিনিটেই এগিয়ে যায় ঢাকা আবাহনী। ডিফেন্ডার রায়হানের লম্বা থ্রো ডি বক্সের ভেতরে পড়লে মাথা ছুঁয়ে বল জালে জড়িয়েছেন জীবন। এরপরে জীবনের আরেকটি হেড অবশ্য গোলরক্ষককে চমকে দিতে ব্যর্থ হয়।

প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখে আতিকের শিষ্যরা। বিজেএমসিও কিছু ভালো সুযোগ সৃষ্টি করলেও সমতায় ফিরতে পারেনি। উল্টো গোল খেয়ে ব্যাকফুটে পড়ে জাকারিয়া বাবুর শিষ্যরা।

৮৩ মিনিটে রুবেল মিয়ার ব্যাক পাস থেকে গোল ব্যবধান দ্বিগুণ করেন আতিকুর রহমান ফরহাদ।

বিজ্ঞাপন

এ জয়ে টুর্নামেন্টের সি গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ঢাকা আবাহনী। শেখ রাসেলের বিপক্ষে আকাশি-নীল শিবিরের দ্বিতীয় ম্যাচ ২৫ জানুয়ারি। বিজেএমসির পরের ম্যাচটি শেখ রাসেলের বিপক্ষে ১৯ জানুয়ারি একই ভেন্যুতে।

সারাবাংলা/জেএইচ/এমআরপি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন