বিজ্ঞাপন

রোনালদোর থেকে যেখানে এগিয়ে নেইমার

February 9, 2019 | 2:35 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

দুজনই বর্তমান সময়ে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড়। একজন ইংলিশ-স্প্যানিশ লিগ দাপিয়ে ইতালির লিগের বড় তারকা, আরেকজন স্প্যানিশ লিগ ছেড়ে গিয়ে ফরাসি লিগের বর্তমান সুপার স্টার। গ্রহের অন্যতম সেরা ফুটবলার রোনালদো-নেইমারের জন্মদিন ছিল গত ৫ ফেব্রুয়ারি। পৃথিবীর আলো একই দিনে দেখলেও তাদের বয়সের ব্যবধান সাত।

রোনালদো পা দিয়েছেন ৩৪ বছরে আর নেইমার ২৭ বছরে। ১৯৮৫ সালে পর্তুগালের মাদেইরাতে জন্মগ্রহণ করেন রোনালদো। এর ঠিক সাত বছর পর ব্রাজিলের সাও পাওলোতে পৃথিবীর আলো দেখেন পেলে-জিকো-রোমারিও-রোনালডো-রোনালদিনহোদের বর্তমান উত্তরসূরি নেইমার। নিজেদের ২৭ বছরে কেমন ছিল নেইমার-রোনালদোর পারফরম্যান্স?

২৭ বছর বয়সে রোনালদো খেলেছেন ৫৩২ ম্যাচ, গোল করেছিলেন ২৭২টি। নেইমার খেলেছেন ৪৬১টি ম্যাচ, গোল করেছেন ২৮৯টি। শুধু গোলের দিক দিয়েই নেইমার এগিয়ে নেই, সতীর্থদের দিয়ে গোল করানোতেও রোনালদোর থেকে এগিয়ে ব্রাজিল তারকা। যেখানে রোনালদো অ্যাসিস্ট করেছেন ১০৭ বার, সেখানে সতীর্থদের দিয়ে গোল করাতে নেইমার অ্যাসিস্ট করেছেন ১৭৮ বার। গোল আর অ্যাসিস্টের মতো পর্তুগিজ তারকার থেকে এগিয়ে ব্রাজিল তারকা। সিআর সেভেন খ্যাত রোনালদো ২৭ বছর বয়সে ১০টি মেজর ট্রফির স্বাদ নেন, সেখানে ব্রাজিল সুপারস্টার নেইমার স্বাদ নেন ১৯টি মেজর ট্রফির। আসল জায়গায় নেইমারের থেকে রোনালদো এগিয়ে। ২৭ বছর বয়সে রোনালদো ব্যালন ডি অর জিতেছিলেন একবার, নেইমার সেখানে এখনও কোনো ব্যালন ডি অর জিততে পারেননি।

বিজ্ঞাপন

রোনালদো সর্বোচ্চ পাঁচবার ব্যালন ডি অর জিতেছেন। নেইমার সংক্ষিপ্ত তালিকায় থাকলেও সেটি জিততে পারেননি। ২০২৬ সালে নেইমার ৩৪ বছরে পা রাখবেন। তখন রোনালদোর বয়স বেড়ে দাঁড়াবে ৪১, হয়তো ততদিনে নিজের বুটজোড়া তুলে রাখবেন তিনি। নেইমারের সুযোগ থাকছে ব্যালন ডি অর জেতার, সুযোগ থাকছে রোনালদোরও। মনে রাখবেন সর্বোচ্চ ৫টি করে ব্যালন ডি অর জেতা মেসি-রোনালদো যুগে নেইমারই সবার আগে তাদের প্রতিদ্বন্দ্বী হওয়ার আভাস দিয়েছেন।

বার্সেলোনা ছেড়ে ট্রান্সফারের বিশ্ব রেকর্ড গড়ে পিএসজিতে নাম লেখান নেইমার। আর গত মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যান রোনালদো। সম্প্রতি ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ মাসিক বেতন পাওয়া ১০ ফুটবলারের তালিকাসহ একটি প্রতিবেদন প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম। যেখানে জুভেন্টাস ফরোয়ার্ড রোনালদোর চেয়ে অনেকটা এগিয়ে আছেন বার্সা তারকা মেসি। এই তালিকায় মেসি শীর্ষে, দুইয়ে রোনালদো, তিনে অ্যাতলেতিকোর অ্যান্তোনিও গ্রিজম্যান আর চারে নেইমার। প্রতিবেদনটির দেওয়া তথ্যমতে, আর্জেন্টাইন তারকা মেসির মাসিক বেতন ৮.৩ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৭৯ কোটি টাকা। যা পর্তুগিজ তারকা ফরোয়ার্ড রোনালদোর চেয়ে প্রায় দ্বিগুণ। পর্তুগিজ তারকার মাসিক বেতন ৪.৭ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৫ কোটি টাকা।

বিজ্ঞাপন

এই তালিকার তিনে থাকা ফরাসি ফরোয়ার্ড গ্রিজমানের মাসিক বেতন ৩.৩ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩১ কোটি ৩৭ লাখ টাকা। তালিকার চারে থাকা ব্রাজিয়ান তারকা নেইমারের মাসিক বেতন ৩.০৬ মিলিয়ন ইউরো। এই বয়সে মেসি-রোনালদোদের থেকে অল্প দূরত্বে নেইমার।

ক্লাব ক্যারিয়ারে রোনালদো খেলেছেন ৭৯৩ ম্যাচ, গোল করেছেন ৫৯২টি। নেইমার খেলেছেন ৪৬১ ম্যাচ, গোল করেছেন ২৮৯টি। দেশের জার্সিতে পর্তুগিজ তারকা ১৫৪ ম্যাচে গোল করেছেন ৮৫টি আর ব্রাজিল তারকা নেইমার ৯৬ ম্যাচে গোল করেছেন ৬০টি। পর্তুগালের জার্সিতে সর্বোচ্চ ম্যাচ আর সর্বোচ্চ গোলদাতা রোনালদো। সাত বছরের ছোটো নেইমার ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলুড়ের তালিকায় দশে, গোল করার দিক দিয়ে তিনে। নেইমারের (৬০টি গোল) সামনে আছেন ফুটবলের কিংবদন্তি পেলে (৭৭টি গোল) এবং রোনালডো (৬২টি গোল)।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন